• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

কুমিল্লায় ডাকাতের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

  ০৩ নভেম্বর ২০২৪, ১০:৫৮
ফাইল ছবি।

কুমিল্লার বুড়িচংয়ে ডাকাতের হামলায় এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার।

শনিবার (২ নভেম্বর) রাতে আবিদপুর উত্তর পাড়া পাটোয়ারী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রফিক ওই এলাকার মো. হাবু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার রাতে আবিদপুর গ্রামে একদল ডাকাত হানা দেয়। এ সময় রফিক ডাকাত দেখে চিৎকার করে। এতে গ্রামবাসী সজাগ হলে ডাকাতদল পালিয়ে যায়। তবে ডাকাত পালিয়ে গেলেও সে সময় রফিককে খুঁজে পায়নি গ্রামবাসী। রোববার সকালে স্থানীয়রা পার্শ্ববর্তী বেগুনখেতের পাশ থেকে রফিকের মরদেহ উদ্ধার করে। ডাকাতদের দেখে ফেলায় রফিককে হত্যা করা হয় বলে স্থানীয়দের ধারণা।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজিজুল হক জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। মৃত্যুর বিষয়ে তদন্ত করা হচ্ছে।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুমিল্লায় ক্রিকেট ব্যাট নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে যুবকের প্রাণহানি
সাবেক এমপি বাহারসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা
গরু চুরির অভিযোগ, মারধরের পর চুন মেশানো এসিড পানি খাওয়ানোয় যুবকের মৃত্যু
মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় গ্রেপ্তার ৫