এখনো উদ্ধার হয়নি টেকনাফে অপহৃত ৯ কৃষক
কক্সবাজারের টেকনাফে ৯ জন কৃষক অপহরণের ২৪ ঘণ্টায়ও উদ্ধার হয়নি বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
রোববার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে অপহৃতদের বাড়িতে গেলে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় জনতা একথা জানান।
অপহৃতরা হলেন- নুরুল ইসলামের ছেলে আনোয়ার, বাঁচা মিয়ার ছেলে গিয়াস উদ্দিন, জালাল আহমদের ছেলে বেলাল উদ্দিন, আবুল হোছনের ছেলে আবু বকর, নুরুল আলমের ছেলে মুহাম্মদ আলম, আজিজুর রহমানের ছেলে কফিল ও নুরুল হোছন। তবে দুই রোহিঙ্গার নাম ঠিকানা পাওয়া যায়নি।
ভুক্তভোগী পরিবার জানান, অপহরণকারীরা দেড় লাখ টাকা করে মুক্তিপণ দাবি করছে ফোনে। তবে পুলিশের কোনো সহযোগিতা পাচ্ছে না বলে জানান তারা। পুলিশ অভিযানে গেলে পুলিশের সঙ্গে স্থানীয় জনতাও উদ্ধার অভিযানে পাহাড়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছে। তবে পুলিশের নীরব ভূমিকায় হতাশ হয়ে পড়েছে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় জনতা।
তারা বলেন, শনিবার পুলিশ এসে রাস্তায় দাঁড়িয়ে নাম ঠিকানা নিয়ে চলে যায়। এরপর থেকে পুলিশের দেখা মেলেনি। তবে পুলিশ এখন কি করছে তাও জানি না। রাতে অপহরণকারীরা ফোনে দেড় লাখ টাকা করে মুক্তিপণ দাবি করেছে। যদি টাকা দিতে না পারি লাশ বাড়িতে পাঠাবে বলেও হুমকি দেয় অপহরণকারীরা।
টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ফিজিক্যাল এবং টেকনিক্যাল দুভাবেই অপহৃতদের উদ্ধারে পুলিশ কাজ করছে।
আরটিভি/এএএ
মন্তব্য করুন