• ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

কক্সবাজারে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৩ নভেম্বর ২০২৪, ২৩:৩৫
কক্সবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
ছবি : সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ তৈয়ব (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (৩ নভেম্বর) উপজেলার বিএমচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পুচ্ছালিয়া পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত তৈয়ব একই এলাকার সাহাব মিয়ার ছোট ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

স্থানীয়রা জানান, রোববার সকালের দিকে বসতভিটা লাগোয়া ইটের তৈরি নির্মিত দোকানঘরে মোটরের পাইপ দিয়ে পানি দিচ্ছিল। ওই সময় তার মাথার ওপরে দুই ফুট উঁচুতে পল্লীবিদ্যুৎ লাইনের তারের সঙ্গে স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

চকরিয়া থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া যুবকের মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেন্টমার্টিনে পর্যটন সীমিত করার প্রতিবাদে কক্সবাজারে সড়ক অবরোধ
কক্সবাজারে ট্রাক্টরের ধাক্কায় নির্বাচন অফিসের কর্মচারী নিহত
পাহাড়ে অপহরণ চক্রের প্রধান ‘বদরুজ’ অস্ত্রসহ গ্রেপ্তার
উপকূলে লবণ উৎপাদন শুরু, দাম নিয়ে হতাশ চাষি