ময়মনসিংহ থেকে ফুলপুর পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার
ময়মনসিংহে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় ফুলপুর পৌরসভার সাবেক মেয়র শশধর সেনকে (৫০) গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
রোববার (৩ নভেম্বর) বিকেলে সংশ্লিষ্ট মামলায় তাকে ময়মনসিংহের চিফ জুডিসিয়াল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
শশধর সেন ফুলপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক।
এর আগে, এ দিন ভোরে ময়মনসিংহ নগরীর বাউন্ডারি রোড এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা।
পরে সেনাসদস্যরা আসামিকে ফুলপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে বলে জানান ফুলপুর থানার ওসি মো. আব্দুল হাদী।
তিনি বলেন, শশধর সেনের বিরুদ্ধে গত ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সশস্ত্র হামলার ঘটনায় মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর স্থানীয় সরকার বিভাগের উপসচিব মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে দেশের ৩২৩টি পৌরসভার সঙ্গে ফুলপুর পৌরসভার মেয়রও অপসারিত হন। ২০২১ সালে অনুষ্ঠিত পৌর নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নিয়ে মেয়র হয়েছিলেন শশধর সেন। তবে গত ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
আরটিভি/এমকে-টি
মন্তব্য করুন