• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

২২ দিন পর ইলিশ শিকারে নিষেধাজ্ঞা উঠলো 

আরটিভি নিউজ

  ০৪ নভেম্বর ২০২৪, ১১:২০

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আবার শুরু হলো নদী-সাগরে মাছ ধরা।

সোমবার (৪ নভেম্বর) মধ্যরাত থেকেই ট্রলার আর নৌকা নিয়ে নদীতে নামেন জেলেরা।

জেলেরা জানান, নিষেধাজ্ঞাকালে সরকারি চাল পেলেও ধার-দেনায় দিন কেটেছে তাদের। প্রত্যাশা, কাঙ্ক্ষিত ইলিশ শিকার করে, ধারদেনা পরিশোধের মাধ্যমে ঘুরে দাঁড়াতে পারবেন।

এদিকে সংশ্লিষ্টরা দাবি করেন, নিষেধাজ্ঞার সময় প্রশাসনের কঠোর অবস্থানের কারণে মা ইলিশ রক্ষা কার্যক্রম সফল হয়েছে। তারা বলছেন, এ মৌসুমে বৃষ্টি আর নদীতে পানির চাপ থাকায় ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে। ফলে জেলেরাও পাবে পর্যাপ্ত মাছ।

উল্লেখ্য, মা ইলিশ রক্ষায় শনিবার মধ্যরাত থেকে পদ্মা-মেঘনা নদীসহ অভয়াশ্রম এলাকায় মাছ ধরার ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। এ নিষেধাজ্ঞার কারণে রোববার (১৩ অক্টোবর) থেকে শুরু হয়ে ৩ নভেম্বর পর্যন্ত নদীতে মাছ ধরা, বিক্রি ও পরিবহন নিষিদ্ধ ছিল।

এ অভিযান সফল করতে নেওয়া হয়েছিল ব্যাপক প্রস্তুতি। এজন্য নদী পাহারাতে নিয়োজিত ছিল সেনাবাহিনীর টহল টিমও।

আরটিভি/এফআই/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা ও হাসিনার দেশে ফেরা নিয়ে খবরটি ভুয়া
ধলেশ্বরী নদী থেকে কিশোরের মরদেহ উদ্ধার 
ভোগাই নদীতে ডুবে প্রাণ গেল ২ শিক্ষার্থীর 
টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে নদীতে ট্রাক, বিকল্প পথে চলার অনুরোধ