• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

পটিয়ায় গরু চুরিতে বাধা, ৩ খামারি গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

  ০৪ নভেম্বর ২০২৪, ১৫:৪০
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পটিয়ায় গরু চুরিতে বাধা দেওয়ায় গুলিবিদ্ধ হয়েছেন তিনজন। এ ঘটনায় নাঈম উদ্দিন (২৪) নামের একজনকে স্থানীয় লোকজন আটক করে পুলিশে সোর্পদ করেছেন।

আহতরা হলেন- উপজেলার উজিরপুর গ্রামের ফয়েজ আহমদের ছেলে (৪৮), একই এলাকার আজম আলীর ছেলে মো. আরমান (২৬) ও ভোলা জেলার মো. দুলালের ছেলে মো. রাজু (২৪)।

শনিবার (২ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের উজিরপুর গ্রামের আজম আলীর খামারে এ ঘটনা। গুলিবিদ্ধ তিনজন পটিয়া হাসপাতাল থেকে চিকিৎসা গ্রহণ করেছেন।

জানা গেছে, সংঘবদ্ধ চোরের দল শনিবার রাতে একটি পিকআপ নিয়ে গরু চুরি করতে যায় উপজেলার উজিরপুর গ্রামে। এ সময় স্থানীয় এক মহিলা চোরের উপস্থিতি টের পেয়ে চিৎকার করেন। পরে লোকজন চোর চোর বলে ধাওয়া করলে চোরেরা লোকজনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় খামারির ছেলে আরমানসহ তিনজন গুলিবিদ্ধ হন।

খামারি আজম আলী জানিয়েছেন, তার খামারে ৪টি গরু রয়েছে। ৪-৫ দিন আগে অপরিচিত এক ব্যক্তি খামারে গিয়ে একটি গরু ক্রয় করতে চান। এর পরেই শনিবার গভীর রাতে অস্ত্রশস্ত্র নিয়ে সংঘবদ্ধ চোরের দল গরু চুরি করতে যান। এ সময় লোকজন ধাওয়া করেন।

পটিয়া থানার ডিউটি অফিসার এএসআই অসীম গুলিবিদ্ধ তিনজন আহত ও একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরটিভি/এফআই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরীমণির প্রাক্তন স্বামীর মৃত্যু, যা জানাল পুলিশ
দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
ছেলের মুখে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার কথা শুনে মায়ের আত্মহত্যা
চাঁদাবাজি করতে আসলে খুঁটির সঙ্গে বেঁধে পুলিশে দিন: হাসনাত আবদুল্লাহ