• ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
logo

কুমিল্লায় বিএনপির বহিষ্কৃত নেতা বিল্লাল গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

  ০৪ নভেম্বর ২০২৪, ১৭:৫৬
কুমিল্লায় বিএনপির বহিষ্কৃত নেতা বিল্লাল গ্রেপ্তার
ছবি : সংগৃহীত

কুমিল্লা সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপির বহিষ্কৃত নেতা বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

সোমবার (৪ নভেম্বর) দুপুরে কুমিল্লা জেলা পরিষদ অফিস প্রাঙ্গণ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম।

গ্রেপ্তার বিল্লাল হোসেন কুমিল্লা নগরীর ২ নম্বর ওয়ার্ডের ছোটরা পূর্বপাড়া এলাকার বসু মিয়া‌র ছেলে। তিনি কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্মআহ্বায়ক।

জানা যায়, বিল্লাল হোসেনের বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে। এর আগে ২০১৭ সালের হলফনামায় তার বিরুদ্ধে দায়ের করা ২০ মামলার তথ্য উল্লেখ রয়েছে। যার মধ্যে রয়েছে অস্ত্র, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ।

এ বিষয়ে ওসি মহিনুল ইসলাম বলেন, যৌথ বাহিনী বিল্লাল হোসেনকে আইনশৃঙ্খলা বিঘ্নকারী হিসেবে উল্লেখ করে গ্রেপ্তার করেছে। পরে আমাদের নিকট হস্তান্তর করেছে। তাকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। তার নামে আগের একাধিক মামলা রয়েছে।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুমিল্লায় ডাকাতের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু
নবীন শিক্ষার্থীদের বরণ করল কুবি ছাত্রদল
মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার