শিশুপার্কে আনন্দে দিন কাটল শতাধিক এতিম শিক্ষার্থীর
সিরাজগঞ্জ সরকারি শিশু পরিবারের অন্যসব শিশুদের মতো তাদের জীবনে নেই আনন্দের ছোঁয়া। হয়তো তাদের বাবা-মা থাকলে আর সকল শিশুদের মতোই তাদের জুটতো ভালো-মন্দ অনেক কিছু। দীর্ঘদিন এই সরকারি শিশু পরিবারের শিক্ষার্থীরা আনন্দ বিনোদন থেকে বঞ্চিত থাকলেও তাদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় আনন্দ বিনোদন দিতে এগিয়ে এসেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
সোমবার (৪ নভেম্বর) দিনব্যাপী সিরাজগঞ্জ শহর রক্ষাবাঁধে অবস্থিত পৌর শিশুপার্কে শিশুসদনের শতাধিক শিশুর সঙ্গে বিনোদনসহ দুপুরের একবেলা ভালো খাবারের আয়োজন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। দিনব্যাপী বিনোদনের সুযোগ পেয়ে আনন্দ উল্লাসে মেতেছিল এতিম শিশুরা।
আকস্মিক আনন্দ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন অসহায় এবং এতিম শিশুরা। তাদের অনুভূতি জানতে চাওয়া হলে তারা জানান, এমন আনন্দ কখনও তারা পায়নি। খুব খুশি তারা। কেউ কোনোদিন তাদের এতো খুশি করতে পারেনি।
এ ব্যাপারে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ছোটবেলায় আমারও বাবাকে হারিয়েছি। তাই আমি বুঝি এতিমের কষ্ট। অনেকের তো মা-বাবা আত্মীয় পরিজন সব আছে কিন্তু এতিম শিশুদের আপনজন নেই। তাই তাদের আবদারেরও কোনো জায়গা নেই। এতিম শিশুরা যেন আনন্দের সাথে চলতে পারে এজন্য আমি এমন উদ্যোগ নিয়েছি।
আরটিভি/এমকে
মন্তব্য করুন