• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo

টেকনাফে ১ লাখ ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ নভেম্বর ২০২৪, ০৯:৪৫
টেকনাফে ১ লাখ ইয়াবাসহ আটক ২
ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ১ লাখ ইয়াবাসহ দুই মিয়ানমার নাগরিককে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

আটককৃতরা হলেন- মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু থানার নাগপুরা এলাকার সাব্বির আহমদের ছেলে মো. রফিক মিয়া (৪২) ও আব্দুল হাকিমের ছেলে মো. রুহুল আমিন (২৫)।

এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ বলেন, সোমবার ভোরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের শ্মশানঘাট এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান টেকনাফে ঢুকবে, এমন খবরে বিজিবির একটি দল সেখানে অভিযান চালায়। এক পর্যায়ে নাফ নদীর শূন্যরেখা অতিক্রম করে একটি ব্যাগসহ দুই ব্যক্তিকে কূলের দিকে আসতে দেখে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে বিজিবির সদস্যরা দুজনকে আটক করতে সক্ষম হয়। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৫০ হাজার ইয়াবা জব্দ করা হয়।

এ দিকে ভোরে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নাফ নদীর উনচিপ্রাং পয়েন্ট দিয়ে পাচারকালে পৃথক অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এ নিয়ে লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, ভোরে টেকনাফে নাফ নদীর উনচিপ্রাং পয়েন্ট দিয়ে মিয়ানমারের দিক থেকে সন্দেহজনক দুই ব্যক্তিকে আসতে দেখে বিজিবি সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে লোকগুলো অন্ধকারের ভেতর দিয়ে দৌঁড়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে পাচারকারীদের ফেলে যাওয়া গেঞ্জি মোড়ানো একটি পোটলা পাওয়া যায়। পরে পোটলাটি খুলে পাওয়া যায় ৫০ হাজার ইয়াবা।

বিজিবির এ কর্মকর্তা আরও বলেন, ইয়াবাসহ আটক দুই ব্যক্তি মিয়ানমারের নাগরিক। তাদের বিরুদ্ধে টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া পৃথক অভিযানে পাচারকারীদের ফেলে যাওয়া জব্দকৃত ইয়াবাগুলো বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে মজুদ রাখা হয়েছে।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে শিশুসহ ৩০ রোহিঙ্গা উদ্ধার
কক্সবাজার সাগরপাড়ের সাম্পানে ‘চ্যাম্পিয়নস ট্রফি’
মাটি খুঁড়ে মিলল বন্দুক-গুলি
সাফজয়ী নারী ফুটবলারদের সংবর্ধনা দিলো সেনাবাহিনী