• ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

ডাকাতদের চিনে ফেলায় যুবককে হত্যা

কুড়িগ্রাম (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ নভেম্বর ২০২৪, ১৫:২১

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সোমবার গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের সদস্যদের চিনে ফেলায় বাড়ি মালিকের ছেলেকে মারধর ও শ্বাসরোধে হত্যা করে ডাকাতরা। পরে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে ডাকাত দল। সোমবার রাতে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের নগরাজপুর গ্রামের সুপারী ব্যবসায়ী শফি উদ্দিনের বাড়িতে এ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আলেফ উদ্দিন (৩৫)।

খবর পেয়ে মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান ও ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সানোয়ার হোসেনসহ পুলিশের একটি বিশেষ টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাড়িটির মালিক শফি উদ্দিন বলেন, আনুমানিক রাত ২টার দিকে ১০ থেকে ১২ জনের মুখোশ পড়া সশস্ত্র ডাকাত দল রান্নাঘরের জানালার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে। বাড়িতে ঢুকেই তারা শফি উদ্দিন তার স্ত্রী হাসিনা বেগম, ছেলে আলেফ উদ্দিন, আনিছুর রহমান এবং ছেলের বউ সোমাইয়া বেগমসহ সকলের হাত পা মুখ বেঁধে মারধর করে টাকা ও স্বর্ণালংকার কোথায় আছে দেখিয়ে দিতে বলে। একপর্যায়ে তারা ড্রয়ারে রাখা ১০ থেকে ১২ হাজার টাকা, পাঁচ থেকে ছয় ভরি স্বর্ণালংকার এবং মহিলাদের শরীরে থাকা আরও দুই থেকে তিন ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এ সময় আমার ছেলে আলেফ ডাকাত দলের সদস্যদের চিনে ফেলায় তাকে বেদম মারপিট করে মুখে কাপড় গুজে দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। পরে তারা টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।

শফি উদ্দিনের স্ত্রী হাসিনা বেগম বলেন, তারা টাকা ও স্বর্ণালংকার নেওয়ার পরও আমার চোখের সামনে আমার ছেলেকে মারধর করে নাক মুখ গলাচেপে হত্যা করেছে। প্রশাসনের কাছে অনুরোধ আমার ছেলের হত্যাকারীদের যেন দ্রুত গ্রেপ্তার করা হয়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সানোয়ার হোসেন বলেন, ‘এসপি মহোদয়সহ আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতির ঘটনায় নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো এবং থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’

কুড়িগ্রামের পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাত দল রান্না ঘরের জানালার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে। বাড়ির মালিকের ছেলে আলেফ উদ্দিন হয়তো ডাকাতদের চিনতে পেরেছে। সে কারণে ডাকাতরা তাকে মেরে ফেলতে পারে। পুলিশ অনুসন্ধান করে এই সংঘবদ্ধ ডাকাত দলকে গ্রেপ্তারের প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নওগাঁয় হত্যা ও ডাকাতি মামলার ২ আসামি গ্রেপ্তার
ডাকাতি রুখতে সবার সহযোগিতা প্রয়োজন: ডিআইজি আলমগীর
আদালত থেকে পালালেন ডাকাতি মামলার আসামি
ডাকাতি শেষে শিশু অপহরণ, ঘটনায় নতুন মোড়