• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

যশোরে ব্যবসায়ীকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে হত্যা

যশোর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ নভেম্বর ২০২৪, ১৫:৩২
যশোরে ব্যবসায়ীকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে হত্যা
ছবি : সংগৃহীত

যশোরের খোলাডাঙ্গায় ছুরিকাঘাতে আমিনুল ইসলাম সজল নামে এক ব্যবসায়ী খুন হয়েছেন। তিনি ওই এলাকার আজিজুল ইসলাম মিন্টু মুন্সির ছেলে।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত আমিনুল ইসলাম সজলের খোলাডাঙ্গা এলাকায় তার একটি টাইলসের দোকান রয়েছে। সোমবার রাতে মসজিদ থেকে এশার নামাজ শেষে বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় একদল সন্ত্রাসী তার গতিরোধ করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তাকে। পরে স্থানীয়রা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের ডাক্তার সাকিব মোহাম্মদ আল হাসান তাকে মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের ডাক্তার সাকিব মোহাম্মদ আল হাসান জানান, মৃতের শরীরে কমপক্ষে ১০ স্থানে ছুকাঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।

স্থানীয় একটি সূত্র জানায়, খোলাডাঙ্গা রেললাইনের পাশে এলাকায় একটি জমি নিয়ে স্থানীয় সন্ত্রাসী খোড়া কামরুলের সাথে তার বিরোধ চলছিল। খোড়া কামরুল তাকে হত্যা করতে পারে বলে ধারণা করছে।

যশোর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনা শুনে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। থানা পুলিশ ও ডিবির একটি টিম আসামিদের আটকে অভিযান শুরু করেছে।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সোনারগাঁয়ে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন
বাঘারপাড়ায় আ.লীগের ৩০৮ নেতাকর্মীর নামে মামলা
সাভারে দুই চলন্ত গাড়িতে ডাকাতি, ৫ যাত্রীকে ছুরিকাঘাত-লক্ষাধিক টাকা লুট
যশোরের মাদরাসার ভাইরাল ভিডিওটি নিয়ে যা জানা গেল