• ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
logo

কুমিল্লায় বাস-ট্রাক-কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষ, আহত ২০

আরটিভি নিউজ

  ০৫ নভেম্বর ২০২৪, ১৬:২৮
কুমিল্লায় বাস-ট্রাক-কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষ, আহত ২০
ছবি: সংগৃহীত

কুমিল্লার দেবিদ্বারে বাস-ট্রাক-কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ৯টায় কুমিল্লা-সি‌লেট আঞ্চলিক মহাসড়কে উপজেলার চরবাকর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে পাঁচ ঘণ্টারও বেশি সময় মহাসড়কটিতে যান চলাচল বন্ধ থাকে।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের চরবাকর এলাকায় চলন্ত একটি ট্রাকের সামনের চাকা ফেটে গেলে সেটি মুখ থুবড়ে পড়ে। এ সময় একটি কাভার্ডভ্যানের ট্রাকটির সঙ্গে ধাক্কা লাগলে ট্রাক ও লরির সামনের অংশ ভেঙে যায়। একই সময় কাভার্ডভ্যানের পেছনে থাকা একটি যাত্রীবাহী বাস কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার পাশে উল্টে পড়ে। এতে অন্তত ২০ জন আহত হন। তাদের অনেককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ‌্য ক‌মপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে দুর্ঘটনার পর মহাসড়কের ওপর ট্রাক ও কাভার্ডভ্যানটি পড়ে থাকায় ৫ ঘণ্টারও বেশি সময় ধরে যান চলাচল বন্ধ হয়ে থাকে। এতে দুর্ভোগে পড়েন দু‌দিকের কয়েক শ’ যাত্রী।

মিরপুর হাইওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন জানান, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরটিভি/এসএইচএম/এসএ

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসা দিতে ঢাকায় ব্রিটিশ মেডিকেল টিম
সংস্কারে কয়দিন লাগবে, প্রশ্ন মির্জা আব্বাসের
রাজধানীজুড়ে তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী
নড়াইলে দুপক্ষের সংঘর্ষ, বৃদ্ধ খুন