• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১

আরটিভি নিউজ

  ০৫ নভেম্বর ২০২৪, ১৭:৩০
পুলিশ
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের মিরকাদিমে ছুরিকাঘাতে শুভ ব্যাপারী (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ফয়সাল (২৫) নামের একজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে কালিন্দপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

শুভ মিরকাদিমের কালিন্দীপাড়া এলাকার মুকুল ব্যাপারীর ছেলে। সোমবার রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শুভর বাবা মুকুল ব্যাপারী বলেন, শনিবার রাতে শুভ আমাদের সঙ্গে বাড়িতেই ছিল। তখন স্থানীয় নাজমুল নামের একজনকে কয়েকজন আটকে রেখেছে এরকম খবর পেয়ে আমার ছেলে রামগোপালপুর চিশতী বাড়ির সামনে যায়। সেখানে গেলে ফয়সাল নামের একজন তাকে পেটে ছুরিকাঘাত করে। পরে খবর পেয়ে আমরা উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিই। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আমার ছেলে মারা যায়।

তিনি বলেন, আমার ছেলে কাপড়ের ব্যবসা করতো। কারও সঙ্গে শত্রুতা নেই। কী কারণে এ ঘটাল আমরা বুঝতে পারছি না। আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত ফয়সালকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরিবারের অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এফএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফ্ল্যাটে মিলল নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ
পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই, ৬৭ জনের বিরুদ্ধে মামলা
নড়াইলে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
মুদি দোকানের শাটারে ঝোলানো বোমাসদৃশ বস্তু, আতঙ্কে এলাকাবাসী