• ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

ফেনীতে ৪ মণ পলিথিন জব্দ, কারখানা মালিককে জরিমানা

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ নভেম্বর ২০২৪, ২২:২৮
ভ্রাম্যমাণ আদালত
ছবি: আরটিভি

ফেনীতে অভিযান চালিয়ে ৪ মণ পলিথিন জব্দ ও কারখানা মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসনের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম এ জরিমানা করেন।

সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম মঙ্গলবার বিকেলে পলিথিন বিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বের হন। এ সময় ফেনীর রামপুর এলাকায় অবস্থিত ফেনী প্রিন্টিং এন্ড প্যাকেজিংয়ে অভিযান চালিয়ে উৎপাদন করা অবস্থাতে ১৬০ কেজি পলিথিন পাওয়া যায়।

পলিথিন উৎপাদন করার অপরাধে কারখানার মালিক সালেহ উদ্দিন টিপুকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম ৩০ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া ১৬০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ জব্দ করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সিনিয়র কেমিস্ট মো. তানবীর হোসেন, পরিদর্শক শাওন শওকত অনিক, নমুনা সংগ্রহকারী জাহাঙ্গীর আলম, জেলা পুলিশের একটি টিম সহযোগিতা করে।

এ সময় পলিথিন ব্যবহার না করার জন্য দোকানদার, ক্রেতাসহ সবাইকে সচেতন করা হয়। পরিবেশ সুরক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

আরটিভি/এফএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দাউদকান্দির পৌর বাজারে বিভিন্ন ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
নারায়ণগঞ্জে ৩৩৪ কেজি পলিথিন ব্যাগ জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা
হিলিতে পলিথিনের ফ্যাক্টরিতে অভিযান, ২ লাখ টাকা জরিমানা
পলিথিনবিরোধী অভিযানে ৮৮ হাজার টাকা জরিমানা