• ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
logo

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, আহত অর্ধশতাধিক

আরটিভি নিউজ

  ০৬ নভেম্বর ২০২৪, ০৪:৩২
ছবি : সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে একটি শ্রমিকবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত হয়েছেন। এ সময় বাসে থাকা অন্তত অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন।

মঙ্গলবার (৫ নভেম্বর) রাত ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই জয়পুরা এলাকায় এ সড়ক র্দুঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিক নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানায়, রাতে প্রতিক সিরামিক্স নামের একটি কারখানা ছুটি শেষে একটি বাস শ্রমিকদের নিয়ে কালামপুর থেকে নবীনগরের উদেশ্যে রওনা হয়। এ সময় ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের জয়পুরা এলাকার আলদিন হাসপাতালে পাশে পৌঁছালে ওই শ্রমিকবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ সোহেল রানা গণমাধ্যমকে বলেন, রাতে স্থানীয়দের খবরের ভিত্তিতে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের উদ্ধার করে। এ সময় বাসের নিচে চাপা পড়ে হেলপার নিহত হয়েছে। এছাড়াও বাসে থাকা অন্তত অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছে। তাদের উদ্ধার করে ধামরাইয়ের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদল নেতাসহ নিহত ২
নওগাঁয় বাস উল্টে স্বাস্থ্যকর্মীসহ নিহত ২ 
রাজশাহীতে ট্রাকচাপায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর