• ঢাকা রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্রসহ নিহত ২

স্টাফ রিপোর্টার (মৌলভীবাজার), আরটিভি নিউজ

  ০৬ নভেম্বর ২০২৪, ১৪:৫৭
অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে কলেজ ছাত্রসহ নিহত ২
ছবি : সংগৃহীত

চলন্ত গাড়ি থেকে ছিটকে পড়া শিশুকে বাঁচাতে সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনায় ২ কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গুরুতর আহত আরও দুজনকে শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) সকালে ভানুগাছ-শ্রীমঙ্গল সড়কের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জ আসার পথে ভানুগাছ বটতলা এলাকায় সিএনজিচালিত অটোরিকশা থেকে এক শিশু ছিটকে পড়ে। এ সময় শিশুকে রক্ষা করতে গিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায়। এতে গুরুতর আহত হন সায়েম মিয়া (১৮), অমিত সূত্রধর (১৮), জান্নাতুল (১১), শওকত দেব (১৭)। কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক সায়েম মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক অমিত সূত্রধরকে মৃত ঘোষণা করেন।

নিহত সায়েম মিয়া শ্রীমঙ্গলের পূর্ব মাইজদী এলাকার কাশেম মিয়ার ছেলে এবং কমলগঞ্জ গণমহাবিদ্যালয়ের পরীক্ষার্থী। অমিত সূত্রধরও কমলগঞ্জ গণমহাবিদ্যালয়ের পরীক্ষার্থী। আহত অন্য দুজনকে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

কমলগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইফতেখার হোসেন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সায়েম মিয়াকে মৃত ঘোষণা করা হয়েছে। অন্যদিকে অমিত সূত্রধর মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার সংবাদ পাওয়া গেছে।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুরাইনে পুলিশ-অটোরিকশা চালক সংঘর্ষ, রেললাইন অবরোধ
অটোরিকশা নিয়ে কেন এই ছিনিমিনি খেলা: নিলয় আলমগীর
মহাখালীতে অটোরিকশা চালকদের সেনাবাহিনীর ধাওয়া
ঢাকার বিভিন্ন সড়কে অটোরিকশা চালকদের অবস্থান, তীব্র যানজট