• ঢাকা বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩১
logo

চুয়াডাঙ্গায় নকল শিশুখাদ্য বিক্রয়, ব্যবসায়ীকে ৪ লাখ টাকা জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ নভেম্বর ২০২৪, ১৬:২৭
ছবি : আরটিভি

চুয়াডাঙ্গায় একটি প্রতিষ্ঠানে যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল শিশু খাদ্য ও যৌন উত্তেজক ওষুধ জব্দ করেছে জেলা টাস্কফোর্স ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই অপরাধে প্রতিষ্ঠানটির মালিককে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে সিলগালা করা হয়েছে ৬টি গোডাউন।

বুধবার (৬ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার ফেরিঘাট রোডে সেনাবাহিনীর সহযোগিতায় এ অভিযান চালানো হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার ফেরিঘাট রোডে মেসার্স জনি স্টোর নামক প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় অননুমোদিত ও নিম্নমানের নকল ভেজাল শিশুখাদ্য বিক্রয়, মেয়াদোত্তীর্ণ ও মেয়াদ মূল্যবিহীন পণ্য, শিশুখাদ্য ও যৌন উত্তেজক ওষুধ বিক্রির প্রমাণ পাওয়া যায়।

এই অপরাধে প্রতিষ্ঠানটির মালিক হামিদুর রহমান জনিকে চার লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় অননুমোদিত নিম্নমানের নকল ভেজাল শিশুখাদ্য, মেয়াদোত্তীর্ণ ও মেয়াদ মূল্যবিহীন পণ্যে ভর্তি ৬টি গোডাউন সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। এই প্রতিষ্ঠানটির মালিক হামিদুর রহমান জনিকে কয়েক বছর আগে একই অপরাধে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছিল। কিন্তু তিনি এর পরেও সংশোধন না হয়ে তার নকল ভেজাল শিশুখাদ্যের ব্যবসা আরও অধিকতরভাবে চালিয়ে যাচ্ছিলেন। পার্শ্ববর্তী জেলা মেহেরপুর, ঝিনাইদহ ও সকল উপজেলাগুলোতে তিনি এই নকল ভেজাল ও মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য ডিলার হিসেবে সাপ্লাই দেন।

অভিযানে সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা, ক্যাব প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, নিরাপদ খাদ্য প্রতিনিধি, চুয়াডাঙ্গা জেলা ব্যবসায়িক
নেতৃবৃন্দ।

আরটিভি/এএএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বায়ুদূষণবিরোধী অভিযানে মামলা ৩৩, জরিমানা ৯৪ লাখ টাকা 
দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড চুয়াডাঙ্গায়
‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ লেখায় তোলপাড়
যে কারণে মোটা অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে দিলজিতকে