• ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
logo

কুড়িগ্রামে হত্যা মামলায় সাবেক কাউন্সিলর গ্রেপ্তার 

স্টাফ রিপোর্টার (কুড়িগ্রাম), আরটিভি নিউজ

  ০৬ নভেম্বর ২০২৪, ১৮:২৮
ছবি : আরটিভি

কুড়িগ্রামে পৌরসভার সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে পৌরসভার ভকেশনাল মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আজ দুপুরে কুড়িগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এরপর দুপুরে তাকে আদালতে নেওয়া হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মজনু মিয়া তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

পুলিশ জানায়, কামরুজ্জামান মিন্টু পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং ভকেশনাল মোড়-সংলগ্ন প্রাণিসম্পদ হাসপাতাল পাড়ার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি জেলা যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাকে তিনটি রাজনৈতিক মামলায় অজ্ঞাত আসামি হিসাবে গ্রেপ্তার করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে গত ৪ আগস্ট জেলা শহরের শাপলা চত্বর এলাকায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন আশিকুর রহমান আশিক নামে এক শিক্ষার্থী। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার পিজি হাসপাতালে গত ১ সেপ্টেম্বর তার মৃত্যু হয়। এরপর এ ঘটনায় গত ১০ অক্টোবর রুহুল আমিন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে ১০৪ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাত ৫০০-৬০০ জনের নামে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

সদর থানার ওসি নাজমুল আলম জানান, সাবেক কাউন্সিলর মিন্টুকে আশিক হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

আরটিভি/এএএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শীতে কাবু কুড়িগ্রামের মানুষ
উলিপুরে যুবদল নেতা নিহত, প্রতিপক্ষের বাড়িতে অগ্নিসংযোগ
নসিমন খাদে পড়ে প্রাণ গেল চালকের 
কুড়িগ্রামে ক্রমেই বাড়ছে শীতের প্রকোপ