• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

বরিশালে ছাত্রদলের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারণা 

ববি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ নভেম্বর ২০২৪, ২৩:৩৭
ছবি : আরটিভি

বরিশালের প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজগুলোতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উত্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারণা করেন কেন্দ্রীয় ছাত্রদল টিম।

বুধবার (৬ নভেম্বর) ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ, গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশে এই ৩১ দফা প্রচারণা করেন ও শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি জহিরুল ইসলাম দিপু পাটোওয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিংকু ও তারেক হাসান মামুন প্রমুখ।

গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থীদের টিম প্রধান জহিরুল ইসলাম দিপু পাটোওয়ারী বলেন, ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে ও রাষ্ট্রকাঠামো সংস্কারে দেশে কী ধরনের পরিবর্তন প্রয়োজন এ বিষয়ে সাধারণ শিক্ষার্থীদের মতামত জানতে আমরা বিভিন্ন ক্যাম্পাসে যাচ্ছি। আমরা শিক্ষার্থীদের কথা শুনতে এসেছি।

ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজে প্রচারণাকালে আসাদুজ্জামান রিংকু বলেন, আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা নিয়ে এসেছি। বিএনপি ক্ষমতায় গেলে কীভাবে দেশ পরিচালনা করবে এই সংক্রান্ত ৩১ দফা শিক্ষার্থীদের কাছে দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছি। শিক্ষার্থীদের থেকে ইতিবাচক সাড়া পাচ্ছি।

এছাড়াও তারেক হাসান মামুন বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের ১৭ বছরের অপশাসন, অনিয়ম, দুর্নীতি ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের ফলে শিক্ষার্থীদের মনে রাজনীতি নিয়ে এক ধরনের নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। ছাত্র রাজনীতি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ভাবনা, শিক্ষার্থীরা কী ধরনের পরিবর্তন চায় এসব বিষয় জানছি।

শিক্ষার্থীদের মতামতের প্রাধান্য দিয়ে রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবো। ছাত্রদল ও ছাত্রলীগ যে সম্পূর্ণ আলাদা সেটা আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করে দেব।

আরটিভি/এএএ


মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফ্যাসিবাদের কারখানা ছিল মাদারীপুর: নাছির উদ্দিন
ছাত্রদল নেতাকে হত্যাচেষ্টা, সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার 
পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায়, নিহত ২
সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে ছাত্রদল: নাসির উদ্দীন