বান্ধবীর জন্মদিনের খাবার খেয়ে ৭ শিক্ষার্থী অসুস্থ
রাজবাড়ীতে বান্ধবীর বাড়িতে জন্মদিনের খাবার এবং স্থানীয় মুদি দোকানের কেক ও চকলেট খেয়ে সাতজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।
বুধবার (৬ নভেম্বর) বিকেলে তাদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে।
হাসপাতালে ভর্তি শিক্ষার্থীরা হলো- তৃষা, অন্তরা, হিয়া, প্রীতি, সুরভী, আখি ও রাফিয়া। তারা সবাই কালুখালীর দামুকদিয়া দূর্গাপুর আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
অভিভাবকদের ধারণা, উত্তম সাহার মুদি দোকানের মেয়াদোর্ত্তীণ কেক ও চকোবিন খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছে।
জানা যায়, বুধবার দুপুরে টিফিনের পর বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী স্নিগ্ধার জন্মদিন উপলক্ষে তাদের বাড়িতে যায় ১৩ জন শিক্ষার্থী। পরে সেখানে ইলিশ-খিচুরি ও গান্ধিমারা বাজারের উত্তম সাহার দোকান থেকে কেনা ৫ টাকা দামের কেক ও চকোবিন খায় শিক্ষার্থীরা।
এরপর স্কুলে আসার পর একে একে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে তাদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওবায়দুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তারা শিক্ষার্থীদের চিকিৎসায় তৎপর রয়েছেন।
রাজবাড়ী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারিয়া আক্তার জানান, খাদ্য বিষক্রিয়ায় তারা অসুস্থ হয়েছে। দুজন বেশি অসুস্থ হওয়ায় তাদের ফরিদপুর রেফার্ড করা হয়েছে। বাকী পাঁচজন রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন। তারা আশঙ্কামুক্ত।
আরটিভি/এএএ
মন্তব্য করুন