• ঢাকা বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১
logo

কুষ্টিয়া জেলা বিএনপির কমিটি বাতিলে বঞ্চিতদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

স্টাফ রিপোর্টার (কুষ্টিয়া), আরটিভি নিউজ

  ০৬ নভেম্বর ২০২৪, ২৩:৪৮
ছবি : আরটিভি

কুষ্টিয়ায় জেলা বিএনপির নব গঠিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এই আন্দোলন কর্মসূচী থেকে কমিটি বাতিলের দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে নেতাকর্মীরা। না হলে রাজপথে আরও কঠোর কর্মসূচী পালনের হুশিয়ারি দিয়েছেন সাবেক নেতারা।

বুধবার (৬ নভেম্বর) দুপুরে জেলা শহরে শতশত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। মিছিল থেকে কমিটি বাতিলের জন্য বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মিছিল শেষে মজমপুর গেটে সমাবেশে বক্তব্য রাখেন সাবেক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীম উল হাসান অপু, সাবেক জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু ও কাজল মাজমাদার।

তারা বলেন, সম্প্রতি ঘোষিত জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির সরকারের ২৯ সদস্য বিশিষ্ট কমিটিতে বিগত সরকারের আমলে মামলা, জুলুম নির্যাতনের শিকার ত্যাগী নেতাদের বাদ দেওয়া হয়েছে। তাই এই কমিটি বাতিল করে পুনরায় কমিটি দেওয়ার দাবি তোলেন তারা। বিক্ষোভ মিছিলে কয়েকশত নেতাকর্মীরা অংশ নেন।


আরটিভি/এএএ


মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসি গঠনে সার্চ কমিটির কাছে ৫ নাম প্রস্তাব বিএনপির
জনগণ নির্বাচনের রোডম্যাপ চায়, না হলে সড়কে নেমে আসবে: খোকন
জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে ’৯০ এর অভ্যুত্থানের তুলনা ফখরুলের
বিএনপি গণকেন্দ্রিক সংস্কারের পক্ষে: তারেক রহমান