• ঢাকা বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১
logo

ছাত্র আন্দোলনকে ব্যবহার করে মামলা-চাঁদাবাজির প্রতিবাদে সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ নভেম্বর ২০২৪, ০৮:৪৩
ছবি : আরটিভি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে চাঁপাইনবাবগঞ্জের সাবেক সংসদ সদস্য, দুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্যের বিরুদ্ধে করা মামলার বাদী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেউ নন বলে জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনারে, বুধবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানায় চাঁপাইনবাবগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা।

এ সময় তারা জানান, এসব মামলা বাদীর একান্ত ব্যক্তিগত বিষয়। এ মামলা ইস্যুতে চাঁদাবাজির কথা উল্লেখ করে সবাইকে সচেতন করার পাশাপাশি বিষয়টি তদন্তের জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাব্বির আহমেদ, আবদুর রাহিম, সাকির আহমেদ ও বায়োজিদ ইসলাম জীবন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ করে গত ১ নভেম্বর সাবেক সংসদ সদস্য আবদুল ওদুদ, মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ ইসলাম রাজন, বারঘোরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনর রশিদসহ বেশ কয়েকজন স্থানীয় জনপ্রতিনিধির নামে মামলা করেন ইউসুফ আলী নামে এক যুবক। ইউসুফ মামলার এজাহারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে আলোচনা করে মামলা দায়ের করছেন বলে উল্লেখ করলেও এ মামলার সাথে চাঁপাইনবাবগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সম্পৃক্ত নয় বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

এদিকে মঙ্গলবার (৬ নভেম্বর) এ মামলায় বারঘোরিয়া ও মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান, কয়েকজন ওয়ার্ড সদস্য আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে, আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। ওই দিন আদালতে মামলার বাদী ইউসুফ উপস্থিত হয়ে আসামিদের জামিনে তার আপত্তি নেই মর্মে আবেদন করলেও আদালত তাকেও সন্ধ্যা পর্যন্ত আটক রেখে শাস্তি দেন।

এ নিয়ে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়। মামলার বাদীর উদ্দেশ্য নিয়ে বেশ হট্টগোল পড়ে যায় আদালতপাড়ায়। সেই রেশ কাটতে না কাটতেই ইউসুফ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেউ নন বলে ঘোষণা দেন তারা। সেই সাথে মামলার মাধ্যমে চাঁদাবাজির অভিযোগও তুলেছেন তারা।

চাঁপাইনবাবগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে সারাদেশেই এ ধরনের মামলা বাণিজ্য করছে একটি চক্র। মামলাকে ইস্যু করে চাঁদাবাজি করছে। এ বিষয়গুলো তদন্ত করার জন্য প্রশাসনের কাছে দাবি জানান তারা।

এ বিষয়ে মামলার বাদী ইউসুফের বক্তব্য জানতে এজাহারে উল্লেখ থাকা তার মোবাইল নাম্বারের একাধিকবার ফোন করেও বক্তব্য পাওয়া যায়নি।

আরটিভি/এমএ

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধর্ষণ মামলার আসামি ২ চীনা নাগরিক গ্রেপ্তার
মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে দুই মামলা
মামলা প্রসঙ্গে মুখ খুললেন অপু বিশ্বাস
টাঙ্গাইলে মাদক মামলায় স্বামী-স্ত্রীর কারাদণ্ড