• ঢাকা বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১
logo

লক্ষ্মীপুরে ২১ দফা দাবিতে ডিপ্লোমা চিকিৎসকদের মানববন্ধন

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ নভেম্বর ২০২৪, ১৩:১৪
ছবি : আরটিভি

বিএম ডিসি অ্যাক্ট ২০১০ বাতিলসহ ২১ দফা বাস্তবায়নের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছে ডিপ্লোমা চিকিৎসকরা।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সর্বস্তরের পেশাজীবী উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, বেকার ডিপ্লোমা ডাক্তার ও সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের (এসডিএমএস) ব্যানারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

এতে বক্তব্য রাখেন, এসডিএমএসের জেলা কমিটির আহবায়ক শেখ মজিবুর রহমান, সদস্য সচিব এহতেশামুল গণি ফাহাদ, সদর উপজেলা কমিটির আহবায়ক মাকসুদুর রহমান ভূঁইয়া, সদস্য সচিব হরিপদ মজুমদার টুটুল, মুহাম্মদ ইকবাল হোসাইন, জাকিরের রহমান রাসেল ও কামালুর রহিম সমর।

এ সময় বক্তারা বলেন, ২০১০ সালে একটি আইনের মাধ্যমে ডিপ্লোমা চিকিৎসকদের নামের আগে ডাক্তার পদবি বাতিল করা হয়। ৮৫ শতাংশ প্রান্তিক জনগোষ্ঠীর নিরবচ্ছিন্ন চিকিৎসা প্রদানে সুপ্রিম কোর্টে চলমান মামলায় নামের আগে ডাক্তার ব্যবহারের অধিকার দিতে হবে। বিএম ও ডিসি অ্যাক্ট ২০১০ স্বৈরশাসকের কালো আইন বাতিল করতে হবে এবং ভ্রাম্যমাণ আদালতের নামে সব ধরনের হয়রানি বন্ধ করতে হবে। অধিদপ্তরের বিভাগীয় সকল কমিটিতে ডিপ্লোমা চিকিৎসকদের প্রতিনিধি নিশ্চিত করতে হবে।

আরটিভি/এমএ

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গৃহবধূকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, বিচার দাবিতে মানববন্ধন 
বাবার বিচার দাবিতে মানববন্ধনে ছেলে
নোয়াখালীর এক উপজেলায় ২০ ইটভাটা, বন্ধের দাবিতে মানববন্ধন
চান্দিনায় যুবলীগের সহ-সভাপতি জাহাঙ্গীরের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন