• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

টাঙ্গাইলে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে শিক্ষক নিহত

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ নভেম্বর ২০২৪, ১৩:৪১
ফাইল ছবি

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে আবদুল আলীম (৪৮) নামে এক কিন্ডারগার্টেনের শিক্ষক নিহত হয়েছেন। এ ছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে উপজেলার রসুলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষক আবদুল আলীম ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের রাজাপুর গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে। তিনি ভূঞাপুর পৌর শহরের প্রভাতী কিন্ডারগার্টেনের পরিচালক ছিলেন।

জানা যায়, আজ সকালে টাঙ্গাইল শহরের নিজবাসা থেকে বের হয়ে সিএনজিযোগে ভূঞাপুরে নিজ কর্মস্থলে যাচ্ছিলেন শিক্ষক আব্দুল আলীম। সকাল ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের রসুলপুর এলাকায় পৌঁছালে সিএনজির সঙ্গে ঢাকাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান তিনি।

এ ঘটনায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের (এএসআই) আলমগীর বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আরটিভি/এমএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সোনারগাঁয়ে যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, নিহত ১
চাঁদপুরে থেমে থাকা জাহাজে দুর্বৃত্তদের হামলা, নিহত বেড়ে ৭
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের
ব্রাজিলে বিমান বিধ্বস্ত, বাঁচতে পারেনি কেউ