• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

হাতিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির জনসভা

হাতিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ নভেম্বর ২০২৪, ১৬:৩০
ছবি : আরটিভি

নোয়াখালীর হাতিয়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে এ উপলক্ষে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত আলোচনাসভা জনসভায় রুপ নেয়।

পৌর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি মোকাররম বিল্যাহ শাহাদাতের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি সভাপতি ফজলুল হক খোকন।

বক্তব্য রাখেন সাবেক উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ আলা উদ্দিন, প্রবীণ বিএনপি নেতা কামাল উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির উপদেষ্টা আমিরুল মৌমিন বাবলু, উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক লিসানুল আলম লেলিন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা কাদের হালিমী, উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল্লাহিল মজিদ নিশান, বিএনপি নেতা সাবেক ভিপি আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদসহ উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিএনপির পক্ষ থেকে আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করা হয়। সকাল থেকে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সভাস্থলে এসে উপস্থিত হয়। এ সময় হাতিয়া পরিষদ শহীদ মিনার চত্বর কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও বিএনপির মূল দল ভিন্নভিন্ন মিছিল নিয়ে সভাস্থলে আসেন। উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকার হাসিনা আমলের নথি চাওয়ার পরই সচিবালয়ে আগুন: রিজভী
সচিবালয়ে আগুন, ফেসবুকে যা লিখলেন ইঞ্জিনিয়ার ইশরাক
এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর কারাগারে
বিএনপি ক্ষমতা এলে নৃগোষ্ঠীর জন্য আলাদা অধিদপ্তর হবে: প্রিন্স