• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

৪৫০০ ইঁদুর মেরে পুরস্কার পেলেন কৃষক গনি আহম্মদ

আরটিভি নিউজ

  ০৭ নভেম্বর ২০২৪, ১৭:৪২
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে চার হাজার ৫০০ ইঁদুর মেরে পুরস্কার পেয়েছেন গনি আহম্মদ নামে এক কৃষক। তিনি ইঁদুর নিধনে উপজেলায় প্রথম ও জেলায় চতুর্থ স্থান অর্জন করেছেন। এর আগেও ২০২৩ সালে উপজেলায় সবচেয়ে বেশি ৪৫০০টি ইঁদুর নিধন করে প্রথম হয়েছেন গনি আহম্মদ।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) জাতীয় ইঁদুর নিধন অভিযান উদ্বোধন উপলক্ষে মিরসরাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে সর্বোচ্চ ইঁদুর নিধনকারীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার হিসেবে তাকে একটি স্প্রে মেশিন ও সনদ তুলে দেওয়া হয়।

গনি আহম্মদ মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর গ্রামের হারেছ আহম্মদের ছেলে।

গনি আহম্মদ বলেন, আমি একজন প্রান্তিক কৃষক। গত এক বছরে সাড়ে চার হাজার ইঁদুর নিধন করে পুরস্কৃত হয়েছি। ইঁদুর নিধনের জন্য কিছু কৌশল অবলম্বন করে সফল হয়েছি।

মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় গণমাধ্যমকে বলেন, গনি আহম্মদ একজন পরিশ্রমী কৃষক। স্বল্প খরচে নিজ উদ্যোগে ইঁদুর নিধন করেছেন। তাকে কৃষিবিষয়ক বিভিন্ন কার্যক্রমে সহায়তা দিয়ে যাচ্ছে উপজেলা কৃষি অফিস।

আরটিভি/এএএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হামলার প্রতিবাদে চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ
পরিচ্ছন্ন নগর বানাতে শিক্ষার্থীদের পাশে চান চসিক মেয়র
বধূ সাজার আগেই ডেঙ্গু কেড়ে নিলো জীবন
চট্টগ্রামে তারুণ্যের উচ্ছ্বাসের দিনব্যাপী কবিতা উৎসব ২২ নভেম্বর