• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

পদ্মায় জেলের জালে ধরা পড়লো কুমির, অতঃপর...   

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ নভেম্বর ২০২৪, ১৯:২৫
ছবি : আরটিভি

পদ্মা নদীতে সালাম নামের এক জেলের জালে মাছ ধরার জালে উঠে এসেছে একটি বাচ্চা কুমির। জালে কুমির দেখে জেলেসহ আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। বাচ্চা কুমিরটিতে তীরে আনা হলে স্থানীয়রা পিটিয়ে হত্যা করে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে রাজবাড়ীর সদর উপজেলার অন্তর মোড় এলাকার পদ্মা নদীতে ধরা পড়ে কুমিরটি।

সালাম তালুকদার পাবনার ঢালারচর এলাকার হাবিবুর রহমান তালুকদারের ছেলে।

স্থানীয়রা জানিয়েছে, কুমিরটিকে তীরে নিয়ে এলে একনজর দেখতে ভিড় করে স্থানীয়রা। তবে জাল থেকে ছাড়ানোর পরপরই কয়েকজন যুবক লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে কুমিরের বাচ্চাটিকে হত্যা করে। পরে তারা নদীতে ফেলে দেয়।

জেলে সালাম তালুকদার বলেন, জাল টানার পর মনে করেছিলাম বড় কোনো মাছ ধরা পড়েছে। কিন্তু পরে দেখি কুমিরের বাচ্চা।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একই সময় দুই স্বামীর সঙ্গে সংসার জান্নাতুলের, এলাকায় চাঞ্চল্য
সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে ছাত্রদল: নাসির উদ্দীন
রাজবাড়ী ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
একই দিনে মৃত্যুর ইচ্ছা পূরণ হলো দম্পতির!