• ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

কুড়িগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

স্টাফ রিপোর্টার (কুড়িগ্রাম), আরটিভি নিউজ

  ০৭ নভেম্বর ২০২৪, ২১:৫৯
ছবি : আরটিভি

কুড়িগ্রামে জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে জেলা বিএনপির দুটি পক্ষ পৃথক পৃথক র‌্যালি ও সমাবেশের আয়োজন করে।

এদিন দাদামোড়স্থ জেলা বিএনপির কার্যালয়ে সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মো. আব্দুল আজিজের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে একটি র‌্যালি শহর প্রদক্ষিণ শেষে কলেজমোড়স্থ দোয়েল চত্বরে সমাবেশে সাবেক যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবার রহমান, যুবদল সভাপতি রায়হান কবির ও সাধারণ সম্পাদক নাদিম আহমেদসহ অন্যান্যরা।

অন্যদিকে, দুপুরে কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে জেলা বিএনপির সাবেক সহসভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ শেষে কলেজ মোড়স্থ দোয়েল চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির সাবেক সদস্য আজিজুল হকের সঞ্চালনায় জেলা বিএনপির সহসভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা বলেন, ৭ নভেম্বর সিপাহী জনতার অভ্যুত্থানের মাধ্যমে জিয়াউর রহমানকে কারামুক্ত করে আলোয় বের করে নিয়ে আসা হয়। বন্দিদশা থেকে মুক্ত হয়ে ক্রমান্বয়ে হয়ে ওঠেন দেশের মহান নেতা। অসীম সাহস ও প্রগাঢ় দেশপ্রেমের কারণে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয় তাকে। দেশের আজকের পট পরিবর্তনে জিয়ার আদর্শ মেনে তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক জিয়াকে দেশে ফিরিয়ে এনে তার নেতৃত্বে দেশ গঠনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কার করে দ্রুত নির্বাচনে যেতে হবে: আমির খসরু
লন্ডনে সেচ্ছাসেবক দলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পোস্টারিং 
ওজনে কম দেওয়ায় পেট্রোল পাম্প বন্ধ করে দিলো বিএসটিআই