আ.লীগ নেতার ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটজন গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ নেতার বাড়ির ফ্ল্যাট থেকে অসামাজিক কাজে লিপ্ত পাঁচ তরুণীসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদেরকে দণ্ডবিধির ২৯০ ধারা মোতাবেক প্রসিকিউশনের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়।
বুধবার (৬ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে শহরের হালদারপাড়া তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ফারহানা আক্তার (২১), বিউটি খানম (৩০), সীমা আক্তার (২৪), আবেদা সেনথি (২৮), রুমা আক্তার (১৯), শুভ (২৬), রিফাত (২৬) ও হৃদয় (২১)।
পুলিশ জানায়, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক শেখ মো. আনারের শহরের হালদারপাড়ার বহুতল বাসভবনে দীর্ঘদিন ধরে অসামাজিক কাজ চলেছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১২টার দিকে ওই ভবনে অভিযান চালিয়ে ভবনটির ছাদ থেকে পাঁচ তরুণী ও তিন যুবককে আটক করা হয়।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।
ওসি আরও জানায়, দীর্ঘদিন যাবত শেখ মো. আনার বিগত আওয়ামী লীগ সরকারের ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন বয়সের নারীদেরকে এনে তার ভবনের বিভিন্ন ফ্ল্যাটে রেখে দেহ ব্যবসা করাতেন। গ্রেপ্তাররা তাদের কৃতকর্মের কথা স্বীকার করেছেন। ভবিষ্যতে ওই ভবনে যাতে এই ধরনের অবৈধ ব্যবসা করতে না পারে সেজন্য পুলিশি টহল বাড়ানো হয়েছে। গোয়েন্দা নজরদারিও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক শেখ মো. আনারের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গত ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক রয়েছেন।
আরটিভি/একে
মন্তব্য করুন