• ঢাকা রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

রাঙ্গামাটি জেলা পরিষদের নতুন চেয়ারম্যান কাজল তালুকদার

রাঙ্গামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ নভেম্বর ২০২৪, ২২:১১
ছবি : আরটিভি

১৫ সদস্য বিশিষ্ট রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হয়েছে। একই সঙ্গে বাতিল করা হয়েছে আগের পরিষদ।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

পুনর্গঠিত পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক কৃষি কর্মকর্তা কাজল তালুকদার। পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন দেব প্রসাদ দেওয়ান, প্রণতি রঞ্জন খীসা, প্রতুল চন্দ্র দেওয়ান, বরুণ বিকাশ দেওয়ান, ক্যওসিংমং, নাইউ প্রু মারমা, ড্যানিয়েল লাল মুয়ান সাং পাংখোয়া, রাঙাবী তঞ্চঙ্গ্যা, সাগরিকা রোয়াজা, দয়াল দাশ, মো. হাবীব আজম, মিনহাজ মুরশীদ, বৈশালী চাকমা ও লুৎফুন্নেসা বেগম।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৭ এর ১৬ক। (৪) উপধারা এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৪ এর ৪(২) উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে।

এতে আরও বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত উপর্যুক্তভাবে পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদ রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ এবং এই আইনের সকল সংশোধনীর বিধান অনুযায়ী রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সকল দায়িত্ব পালন করবে। একই সঙ্গে প্রজ্ঞাপনে আগের পরিষদ বাতিল করা হলো।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাফজয়ী ঋতুপর্ণা-মণিকা ও রুপনা চাকমাকে রাঙ্গামাটিতে সংবর্ধনা
ছাত্রদল নেতাকে হত্যাচেষ্টা, সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার 
রাঙ্গামাটি হবে ‘বিশুদ্ধ বাতাসের শহর’
রাঙ্গামাটিতে ২ ভারতীয় নাগরিক আটক