• ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
logo

হিলি স্থলবন্দরে কমেছে আলুর দাম, বেড়েছে পেঁয়াজের

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৮ নভেম্বর ২০২৪, ১১:১৬
ছবি : আরটিভি

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি অব্যাহত থাকার কারণে তিন দিনের ব্যবধানে পাইকারি মোকামে কমেছে ভারতীয় আলুর দাম, তবে বেড়েছে ভারতীয় পেঁয়াজের দাম। বৃহস্পতিবার হিলি স্থলবন্দর দিয়ে রেকর্ড পরিমাণ আলু আমদানি হয়েছে। ফলে কেজি প্রতি ভারতীয় আলু ৩ থেকে ৪ টাকা কমে বর্তমানে কেজি প্রতি ৫৩ থেকে ৫৪ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে আমদানি কম হওয়ার কারণে বেড়েছে পেঁয়াজের দাম। কেজি প্রতি ১৫ থেকে ১৬ টাকা বেড়ে বর্তমানে ১০৬ থেকে ১০৮ টাকা দরে বিক্রি হচ্ছে।

শুক্রবার (৮ নভেম্বর) সকালে হিলির কাঁচাবাজার ঘুরে জানা যায়, আলুর দাম কিছুটা কমলেও পেঁয়াজের দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করে ক্রেতারা। পেঁয়াজের শুল্ক প্রত্যাহার করার কারণে দ্রুত দাম কমে যাবে বলছেন আমদানিকারকরা।

হিলি বাজারে কাঁচাবাজার করতে আসা মিজানুর রহমান বলেন, ভারত থেকে আলু আমদানি হলেও দেশের বাজারে দাম কমছে না। অন্যদিকে পেঁয়াজের দাম তো আরও বেশি। প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে দাম। দেশের বাজারে দেশি আলু থাকার কারণে কিছুটা দাম কমেছে তবে দেশি আলু থেকে ভারতীয় আলুর দাম বেশি। এমন নজিরবিহীন ঘটনা কখনো হয়নি। এবার তা হয়েছে। যে যার মতো পারছে পণ্য বিক্রি করছে। নেই কোনো প্রশাসনের তদারকি। বিপাকে আমরা সাধারণ ক্রেতারা।

হিলি বাজারে আলু ও পেঁয়াজ বিক্রেতা মনিরুল ইসলাম মনি বলেন, হিলি স্থলবন্দর দিয়ে আলু বেশি আমদানি হওয়ার কারণে মোকামে কমেছে দাম। কেজি প্রতি ৩ থেকে ৪ টাকা কমেছে। তবে ভারত থেকে পেঁয়াজ কম আমদানি হচ্ছে। যার কারণে বেড়েছে দাম। আমরা যেমন দামে কিনছি ১ টাকা কেজি প্রতি লাভ রেখে বিক্রি করছি। তবে আগের থেকে ক্রেতা অনেক কম।

হিলি কাস্টমসের তথ্যমতে, বৃহস্পতিবার ভারতীয় ৭১ ট্রাকে ১ হাজার ৮২০ টন আলু এবং ভারতীয় ৬ ট্রাকে ১৭০ টন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

আরটিভি/এএএ/এসএ

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্থলবন্দর কর্তৃপক্ষ পরিচালকের হিলি স্থলবন্দর পরিদর্শন
হিলি স্থলবন্দরে ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ
হিলি স্থলবন্দর দিয়ে নতুন আলু আমদানি শুরু
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু