• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পেল নতুন পরিচালক

রংপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৮ নভেম্বর ২০২৪, ১১:৫৮
ফাইল ছবি।

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমানকে প্রেষণে নিয়োগ দিয়ে তার চাকরি স্বাস্থ্যসেবা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বর্তমান পরিচালক ডা. আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (৬ নভেম্বর) পরিচালক হিসেবে তিনি যোগ দিয়েছিলেন।

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নানা অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা নিয়ে রংপুরের নাগরিক সমাজ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন। হাসপাতালে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীচারীদের বিরুদ্ধে বিভিন্নভাবে রোগী ও স্বজনদের জিম্মি করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ দীর্ঘদিনের। আছে দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগও।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ১০ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় বিভিন্ন অভিযোগ পেলে হাসপাতালটির তৎকালীন পরিচালক মোহাম্মদ ইউনুস আলীসহ ৪ কর্মকর্তাকে ১২ আগস্ট ওএসডি করে স্বাস্থ্য অধিদপ্তর মহাখালীতে সংযুক্ত করা হয়।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিপিএলে সাইফউদ্দিনের অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
ঢাকাকে কাঁদিয়ে এনসিএল টি-টোয়েন্টির প্রথম চ্যাম্পিয়ন রংপুর
এশিয়া কাপজয়ী তামিমকে দলে নিতে চায় রংপুর
খুলনাকে হারিয়ে ফাইনালে ঢাকা মেট্রো, প্রতিপক্ষ রংপুর