• ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
logo

কসবায় রাতের আঁধারে চলছিল পাহাড় কাটা, এরপর যা ঘটল

আখাউড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৮ নভেম্বর ২০২৪, ১৫:০৯
ছবি : আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ার কসবার গোপিনাথপুর এলাকায় পাহাড় কাটার দায়ে মো. মামুন মিয়া নামের এক ব্যক্তিকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৮ নভেম্বর) সকালের দিকে সত্যতা নিশ্চিত করেছেন কসবা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম সারওয়ার। এর আগে বৃহস্পতিবার রাতে গোপিনাথপুর ইউনিয়নের লতুয়ামুড়া নামক স্থানে পাহাড় কাটার অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আরও নেতৃত্ব দেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকরামুল হক নাহিদ এবং তৌহিদুল ইসলাম। অভিযানে জেলা পুলিশের একটি বিশেষ টিম সহযোগিতা করেন।

কসবা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম সারওয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনজন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জেলা ও বিজিবির সমন্বয়ে রাতে গোপিনাথপুর ইউনিয়নের লতুয়ামুড়া এলাকায় পাহাড় কাটা হচ্ছে এমন অভিযোগেই অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় পাহাড় কাটার সময় অভিযান চালিয়ে একজনকে আটক করে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পাহাড় কাটায় মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

আরটিভি/এএএ/এসএ

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আখাউড়ায় ১৭৫ কেজি জাটকা এতিমখানায়, অবৈধ জাল ধ্বংস
ফেনীতে ৪ মণ পলিথিন জব্দ, কারখানা মালিককে জরিমানা
চাঁদপুরে ২২ দিনে টাস্কফোর্সের অভিযানে ২১৪ জেলে আটক
কসবায় পৌনে দুই কোটি টাকার ভারতীয় শাড়ি-থ্রিপিস উদ্ধার