• ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
logo

চাঁদপুরে ডাকাতিয়া নদীর ভাঙন থেকে রক্ষা পেতে মানববন্ধন 

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

  ০৮ নভেম্বর ২০২৪, ১৫:১৭
ছবি : আরটিভি

দীর্ঘ ১০ বছর যাবত ডাকাতিয়া নদীর ভাঙনে চাঁদপুরের বাগাদী ইসলামপুর গাছতলার ৪নং ওয়ার্ডের জমাদার বাড়ি, খান বাড়ি ও গাজী বাড়ির প্রায় দেড় শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আরও চার শতাধিক ঘরবাড়ি ভাঙন আতঙ্কে রয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) সকাল ১০টায় উক্ত ডাকাতি নদীর ভাঙন থেকে রক্ষায় এলাকার হাজার হাজার মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

বিগত এক সপ্তাহে ১৫টি পরিবার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। মসজিদ, মাদরাসা, কবরস্থান ও প্রাথমিক বিদ্যালয় ভাঙনের হুমকিতে রয়েছে। ইতোমধ্যে বিষয়টি চাঁদপুর জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের নিকট একাধিকবার স্মারকলিপি প্রদানের মাধ্যমে অবহিত করা হয়েছে। সর্বশেষ সপ্তাহ খানেক পূর্বে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ভাঙন এলাকা পরিদর্শন করেছেন।

মানববন্ধনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো গাছতলা ডাকাতিয়া এলাকাটি নদী ভাঙন থেকে রক্ষা করতে দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানান।

আরটিভি/এএএ/এসএ

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদপুর সেতুর টোল আদায় বন্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ-ভাঙচুর
চাঁদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির আলোচনা সভা 
লক্ষ্মীপুরে ২১ দফা দাবিতে ডিপ্লোমা চিকিৎসকদের মানববন্ধন
চাঁদপুরে ৪ হাজার ৬১১ কেজি পলিথিন জব্দ, জরিমানা