• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু

শিবগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৮ নভেম্বর ২০২৪, ১৭:০২
শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু
ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আম গাছে উঠে খড়ি ভাঙতে গিয়ে মো. মারুফ (১২) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।

শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নে এ দুঘর্টনা ঘটে।

নিহত মারুফ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের আব্দুল করিমের ছেলে ও ভোলামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

মারুফের বাবা আব্দুল করিম বলেন, ‘মরা ডাল (শুকরা খড়ি) ভাঙতে আম গাছে ওঠে মারুফ। এ সময় চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ শিবগঞ্জ জোনাল অফিসের সরবরাহকৃত ১১ হাজার ভোল্টেজের লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছের ওপরেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা আম গাছের ওপর থেকে তার মরদেহ উদ্ধার করেন।’

এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) আরমান হোসেন বলেন, ‘খবর পেয়ে এসআই পিয়ারুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে মরদেহ উদ্ধার করেন। কোন ধরনের অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থীর মৃত্যু: মদ্যপ অবস্থায় ছিলেন গ্রেপ্তার তিনজন
চাঁপাইনবাবগঞ্জে দুজনকে কুপিয়ে হত্যা, ২ আসামি রিমান্ডে
চাঁপাইনবাবগঞ্জে বিজয় দিবসের অনুষ্ঠানে ছুরিকাঘাতে হতাহত ৬ কিশোর
নারায়ণগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত শিক্ষার্থীর মৃত্যু