• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

রংপুরে যুবলীগ নেতা এরশাদ গ্রেপ্তার

আরটিভি নিউজ

  ০৮ নভেম্বর ২০২৪, ১৭:১১
রংপুরে যুবলীগ নেতা এরশাদ গ্রেপ্তার
ফাইল ছবি

ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় মামলায় রংপুরের কাউনিয়ায় সারাই ইউনিয়ন যুবলীগ নেতা এরশাদ আলমকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৮ নভেম্বর) রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার পরিদর্শক (ওসি) মমিনুল ইসলাম সোহেল এ তথ্য জানান।

তিনি বলেন, উপজেলার হারাগাছ পৌর এলাকার হকবাজারে হারাগাছ স্কুলের সামনে থেকে বৃহস্পতিবার (৮ নভেম্বর) রাতে এরশাদকে গ্রেপ্তার করা হয়। রাতেই তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

যুবলীগ নেতা এরশাদ উদয়নারায়ন গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে। এরশাদের ভাই আশরাফুল ইসলাম সারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি।

রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার পরিদর্শক (ওসি) আতাউর রহমান বলেন, আটক এরশাদকে রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দুপুরে রংপুর আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, জুলাই আগস্টে রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হত্যা ও হামলার ঘটনায় সদর থানায় একাধিক মামলা হয়েছে। মামলায় অভিযুক্তদের গ্রেপ্তারে বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে পুলিশ।

আরটিভি/আরএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেঘনায় সাত জনকে হত্যা: পরিকল্পিত হত্যাকাণ্ড, ধারণা পুলিশের
যুবলীগ নেতার পিটুনিতে তাঁতী দল নেতা হাসপাতালে
হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মাহমুদুল গ্রেপ্তার
পৃথিবীর কোথাও শতভাগ অপরাধমুক্ত সমাজ পাবেন না: এসি নজরুল ইসলাম