• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

সেনাসদস্যের স্ত্রীকে ধর্ষণের পর হত্যা, মূলহোতা গ্রেপ্তার

আরটিভি নিউজ

  ০৮ নভেম্বর ২০২৪, ১৭:৫২
সেনাসদস্যের স্ত্রীকে ধর্ষণের পর হত্যা, মূলহোতা গ্রেপ্তার
ছবি : সংগৃহীত

জামালপুরের মেলান্দহে এক সেনাসদস্যের স্ত্রীকে ধর্ষণের পর হত্যার মামলা দায়েরের ২৯ দিন পর মূলহোতা রাসেল খানকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার (৮ নভেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব।

গ্রেপ্তার রাসেল খান মেলান্দহ থানার সুলতান খালি গ্রামের বাবুল খানের ছেলে।

র‌্যাব-১৪ সিপিসি-১ জামালপুর ক্যাম্পের পাঠানো ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার মেলান্দহ উপজেলার দুরমুট এলাকায় একাই বসবাস করতেন সেনা সদস্য আব্দুল সালামের স্ত্রী শাহিদা আক্তার। গত ১১ সেপ্টেম্বর সকালে নিজ ঘরে শাহিনা আক্তারকে চোখ, হাত-পা বাঁধা মৃত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। প্রাথমিকভাবে ধারণা করা হয়, ডাকাতি করতে এসে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

ঘটনার পর দিন নিহতের ভাই মুঞ্জুরুল ইসলাম মেলান্দহ থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতে ছায়া তদন্তে ও গোয়েন্দা নজরদারির মধ্যে ঘটনার ২৯ দিন পর গত রাতে সদর থানার পলাশীগর থেকে আসামি রাসেল খানকে গ্রেপ্তার করা হয়৷

এ বিষয়ে র‌্যাব-১৪ সিপিসি-২ এর সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী বলেন, ‘আসামিকে জামালপুর জেলার মেলান্দহ থানায় মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পৃথক সন্ত্রাসী হামলায় পাকিস্তানে ১৮ সেনাসদস্য নিহত
নেত্রকোণায় বিদ্যুৎস্পৃষ্টে সাবেক সেনাসদস্যসহ নিহত ২
সেনাসদস্যকে পেটানোর ঘটনায় সুপ্রিম কোর্টের আইনজীবীসহ গ্রেপ্তার ৩ 
গাজা থেকে ফিরে ট্রমা, আত্মহত্যা করছেন অনেক ইসরায়েলি সেনা