• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় রিকশাচালকের মৃত্যু 

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৮ নভেম্বর ২০২৪, ২৩:৪৩
বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় রিকশাচালকের মৃত্যু 
ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় এক ব্যাটারিচালিত অটোরিকশার চালকের মৃত্যু হয়েছে। তার নাম আবু তাহের (৫০)। এ সময় সুমন নামে আরও একজন গুরুতর আহত হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) সদর উপজেলার জকসিন বাজার এলাকায় লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মুন্নাফ।

নিহত আবু তাহের সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের লাহারকান্দি গ্রামের আজিজ উল্যাহর ছেলে ও পেশায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক ছিলেন।

স্থানীয়রা জানান, ঘটনার সময় অটোরিকশা নিয়ে তাহের জকসিন বাজারের দিকে যাচ্ছিলেন। বাজারের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালক আবু তাহের ও যাত্রী সুমন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাহেরকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ওসি আব্দুল মুন্নাফ বলেন, ‘দুর্ঘটনায় একজন অটোরিকশা চালক মারা গেছেন। এ ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ দেননি। অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরে গেছেন রিকশাচালকেরা, ৪ ঘণ্টা পর ঘুরল রেলের চাকা
ইসলামের সুমহান আদর্শ ছাড়া বৈষম্যহীন রাষ্ট্র গঠন সম্ভব নয়: শায়খে চরমোনাই
রিকশাচালকদের সরিয়ে দিলো সেনাবাহিনী, যানচলাচল শুরু
রাজধানীতে ব্যাটারিচালিত রিকশাচালকদের সঙ্গে সংঘর্ষে ২ পুলিশ আহত