• ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

কুমিল্লায় পৃথক ঘটনায় পানিতে ডুবে ৩ জনের মৃত্যু

আরটিভি নিউজ

  ০৮ নভেম্বর ২০২৪, ২৩:৫২
কুমিল্লায় পৃথক ঘটনায় পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
ছবি : সংগৃহীত

কুমিল্লার মুরাদনগর উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই বোনসহ তিনজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) উপজেলার গুঞ্জর এবং পাঁচকিত্তা গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর থানার ওসি মাহববুল হক।

নিহতরা হলেন- উপজেলার পাঁচকিত্তা গ্রামের রিয়া (২০), উপজেলার গুঞ্জর গ্রামের রাজমিস্ত্রী সোহেল মিয়ার দুই মেয়ে সামিয়া (১৩) ও সামিবা (৭)।

স্থানীয়রা জানান, উপজেলার গুঞ্জর গ্রামের সোহেল মিয়ার বাড়ির পাশে ড্রেজারের গর্তে পড়ে যায় তার ছোট ২ মেয়ে। তাদের উদ্ধার করতে পানিতে ঝাঁপিয়ে পড়ে বড় মেয়ে সামিয়া। এ সময় ৪ বছরের ছোট মেয়েকে উদ্ধার করে মেজো মেয়ে সামিবাকে উদ্ধার করতে যায় সামিয়া। গর্তের গভীরে পড়ে যাওয়ায় মেজো মেয়েকে নিয়ে পানিতে তলিয়ে যায় সামিয়া। ওই দিকে সোহেল মিয়ার স্ত্রী মেয়েদের দুপুরের খাবার খাওয়ার জন্য খুঁজতে বের হন। খুঁজতে গিয়ে তিনি দেখেন ড্রেজারের গর্তের পানিতে সামিয়া ও সামিবা ভাসছে। তা দেখে সোহেল মিয়ার স্ত্রীর চিৎকার দেন। চিৎকার শুনে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দেবীদ্বার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সামিয়া ও সামিবাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে একই দিনে মুরাদনগর উপজেলার পাঁচকিত্তায় পুকুরে গোসল করতে গিয়ে রিয়া (২০) নামে এক যুবতীর মৃত্যু হয়েছে।

এ বিষয়ে মুরাদনগর থানার ওসি মাহববুল হক বলেন, ‘পানিতে ডুবে পাঁচকিত্তায় রিয়া নামে একজন মানসিক ভারসাম্যহীন মহিলার মৃত্যু হয়েছে। গুঞ্জরের সংবাদটি মাত্র শুনলাম। বিস্তারিত খোঁজ-খবর নিচ্ছি।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুবিতে বঙ্গবন্ধু ও শেখ হাসিনা হলের নাম পরিবর্তন
টিফিনবক্সে বিষ, হাসপাতালে স্কুলছাত্রী
৮১ বছর পর ২৪ সৈনিকের দেহাবশেষ ফিরিয়ে নিচ্ছে জাপান
কুমিল্লায় ‘ভুল চিকিৎসায়’ প্রসূতির মৃত্যুর অভিযোগ