ঢাকা

হত্যা মামলার আসামি গ্রেপ্তার, থানা ঘেরাও

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ০৯ নভেম্বর ২০২৪ , ১২:০৪ এএম


loading/img
ছবি : সংগৃহীত

সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলোচিত দিলোয়ার হোসেন হত্যা মামলার প্রধান আসামি জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। 

বিজ্ঞাপন

শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় র‍্যাব-৯ ও শান্তিগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে সুনামগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

এদিকে আসামি গ্রেপ্তারের খবর শুনে থানা ঘেরাও করে ঘাতক জাহাঙ্গীরের ফাঁসির দাবিতে থানা ঘেরাও করেন এলাকাবাসী। 

বিজ্ঞাপন

পরে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেনের হস্তক্ষেপ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর মিয়া শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মাহতাব আলী ছেলে।

এ বিষয়ে ওসি আকরাম হোসেন বলেন, দিলোয়ার হত্যা মামলার আসামি জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তারের খবর শুনে থানা এলাকায় এসে বিক্ষোভ করেন এলাকাবাসী। পরে পরিস্থিতি শান্ত করা হয়। 

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ১২ অক্টোবর মধ্যরাতে সদরপুর নিজ বসতঘরে ঘুমন্ত অবস্থায় হত্যাকাণ্ডের শিকার হন তিন সন্তানের জনক দিলোয়ার হোসেন। এ ঘটনায় নিহত দিলোয়ারের স্ত্রীর দ্বিতীয় স্বামী জাহাঙ্গীর মিয়াকে প্রধান আসামি করে ৩ জনের নাম উল্লেখ করে এবং আরও ৩ জনকে অজ্ঞাতনামা আসামি করে নিহত দিলোয়ারের বড় ভাই আলী হোসেন বাদী হয়ে শান্তিগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

বিজ্ঞাপন

আরটিভি/এমকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |