অস্ত্রসহ ৭ ছিনতাইকারী আটক
বগুড়ায় বিভিন্ন ধারালো অস্ত্রসহ সাত ছিনতাইকারীকে আটক করা হয়েছে।
শুক্রবার (৮ নভেম্বর) রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।
এর আগে বিকেলে শহরের উত্তর চেলোপাড়া এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারীদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- গোকুল উত্তরপাড়ার জাকারিয়া ইসলাম, গোকুল পলাশবাড়ী এলাকার মামুন ইসলাম, চালিতাবাড়ি এলাকার মেহেদী হাসান, মহাস্থান মোল্লাপাড়া এলাকার জহির মোল্লা, গোকুল বোরহান গেট এলাকার মেহেদী হাসান, মহাস্থান পাথরপাড়া এলাকার মো. রিমন এবং মহাস্থান প্রতাব রাজু এলাকার রহমত আলী স্বপ্ন।
সুমন রঞ্জন সরকার জানান, নারুলী ফাঁড়ির চেকপোস্টের লাশ ঘরের সামনে একটি সিএনজি তল্লাশি করে সাতজন ছিনতাইকারীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, দুইটি বড় চাপাতি, একটি বার্মিজ চাকু, একটি বেতের লাঠি এবং ৮৯০ টাকা উদ্ধার করা হয়।
আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
আরটিভি/এফএ
মন্তব্য করুন