• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

কুপ্রস্তাব দেওয়ায় রুবেলকে হত্যা, অতঃপর...

স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ), আরটিভি নিউজ

  ০৯ নভেম্বর ২০২৪, ০৯:৫৩

মানিকগঞ্জের সিংগাইরে কৃষক রুবেল মিয়া (৩৫) হত্যা মামলায় এক নারীসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শুক্রবার (৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে র‌্যাব-৪ এর একটি দল এ হত্যার হোতা বিজয় (১৯) ও শ্রাবনী আক্তারকে (১৮) উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর এলাকা থেকে গ্রেপ্তার করে।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত বিজয়ের সঙ্গে শ্রাবণী আক্তারের প্রেমের সম্পর্ক ছিল। ৫ দিন আগে কৌশলে শ্রাবণীর মোবাইল থেকে স্পর্শকাতর কিছু ছবি নিজের মোবাইলে নেয় রুবেল মিয়া। এরপর শ্রাবণীকে অনৈতিক প্রস্তাব দেয়। বিষয়টি জানার পর ক্ষিপ্ত হয় বিজয়। রুবেলকে হত্যার পরিকল্পনা করে। এরপর গত ৬ নভেম্বর শ্রাবণীকে দিয়ে রুবেলকে নদীর পাড়ে ডেকে নেওয়া হয়। পরে ইট দিয়ে মাথায় আঘাত করে ও ছুরিকাঘাতে রুবেলকে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেয় তারা। নিখোঁজের দুদিন পর গতকাল শুক্রবার দুপুরে ফোর্ডনগর এলাকায় নদীতে ভাসমান অবস্থায় রুবেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপরই বিষয়টি নিয়ে তদন্তে নামে র‍্যাব ও পুলিশ।

এ বিষয়ে র‌্যাব-৪ মানিকগঞ্জ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লে. আরিফ হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি বিজয় এবং শ্রাবনী দুজনের রুবেলকে হত্যার কথা স্বীকার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরটিভি/এফআই/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতে ৮ বাংলাদেশি আটক
ফেঁসে যাচ্ছেন আল্লু অর্জুন, পুলিশের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
নারীর মোবাইল ছিনতাই, দৌড়ে ধরলেন ডিসি
জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষককে কুপিয়ে হত্যা