• ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১
logo

আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার

মেহেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৯ নভেম্বর ২০২৪, ১৬:০২

মেহেরপুরে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গেল ২৪ ঘন্টায় চুয়াডাঙ্গা ও রাজবাড়ি জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ সুপারের হলরুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম।

গ্রেপ্তারকৃতরা হলো, ডাকাত দলের সর্দার আলতাফ মন্ডল (৫৩), রমজান আলী (৪৩) ও আসাদুল ইসলাম (৩৪)। তাদের স্বীকারোক্তি মোতাবেক দেশীয় অস্ত্র, ডাকাতিতে ব্যবহৃত পোশাকসহ বিভিন্ন সরাঞ্জম জব্দ করা হয়। তাদেরকে আদালতের মাধ্যমে কারগারে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সুপার জানান, গেল ২ নভেম্বর রাত সাড়ে ৩টার দিকে ডাকাত দলের সর্দার আলতাব হোসেন তার সদস্যদের নিয়ে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহা সড়ক ব্যারিকেড দিয়ে ড্রামট্রাক, আলমসাধু, হানিফ পরিবহনসহ অন্যান্য যানবাহনের গতিরোধ করে। গাড়ির চালক, হেলপার ও সাধারণ যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছ থেকে ৫০ হাজার টাকা লুট করে নেয়। এছাড়া ড্রাম ট্রাকের একজন ড্রাইভার এবং একজন হেলপারকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এই ঘটনাকে কেন্দ্র করে অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন ডাকাতদের বিরুদ্ধে গাংনী থানার একটি মামলা দায়ের করা হয়।

এর আগেও ডাকাত দলের সদস্যরা দুরপাল্লার পরিবহণের চালকদের জিম্মি করে নগদ অর্থ লুট করে নেয়। এ ঘটনার পর থেকেই মামলার মূল রহস্য উৎঘাটনে অভিযানে নামে গাংনী থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। তথ্য প্রযুক্তির সহায়তায় ৪৮ ঘন্টার মধ্যে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল মামলার মূল রহস্য উৎঘাটন করতে সক্ষম হয়।

গেল ৫ নভেম্বর জেলা গোয়েন্দা শাখা ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের আরও একটি যৌথ অভিযানে ডাকাত দলের সর্দার আলতাফ মন্ডলকে রাজবাড়ি জেলার পাংশা থানার সেনপাড়া কালিতলা বাজার হতে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ ৭০০ টাকা ও তার ব্যবহৃত মুঠোফোনটা জব্দ করা হয়। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ৮টি ডাকাতি মামলা ও একটি অস্ত্র মামলা রয়েছে।

পরবর্তীতে গেল ৬ নভেম্বর জেলা গোয়েন্দা শাখা এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের দলটি অভিযান চালায় চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার বড়বোয়ালিয়া গ্রামে। পরে ঐ গ্রাম থেকে রমজান ডাকাত ও আসাদুল ইসলামকে গ্রেপ্তার করে। রমজানের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা ও একটি চুরির মামলা রয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারগারে প্রেরণ করা হয়। আসামীরা আদালতে ১৬৪ ধারা মোতাবেক দোষস্বীকারোক্তিমূলক জবানবন্দীও প্রদান করেন।

পুলিশ সুপার আরও বলেন, ডাকাতি ও ছিন্তাইরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পাশপাশি টহল জোরদার করা হচ্ছে। বিভিন্ন স্থানে চেকপোস্ট ও লাইটের ব্যবস্থা করতে পারলে অপরাধ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে বলেও তিনি জানান।

আরটিভি/এফআই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘মা নেই, আব্বু জেলে, আমাদের ৪ ভাই-বোনকে দেখবে কে’
জান্নাতকে ৬ টুকরো করে নদীতে ফেলে দেন প্রেমিক
সাবেক ভাইস চেয়ারম্যানকে পিটুনি, পুলিশে দিলেন ছাত্র-জনতা
পুলিশের ২৮ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি