• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

হাতিয়ায় নানা অভিযোগে বিএনপির তিন নেতাকে শোকজ

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৯ নভেম্বর ২০২৪, ১৯:৩৯

নোয়াখালীর হাতিয়ায় দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে বিএনপির তিন নেতাকে দলের পক্ষ থেকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। অভিযুক্তরা হলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোছলেহ উদ্দিন নিজাম চৌধুরী, যুগ্ম-সম্পাদক মো. আলমগীর কবির ও আকরাম উদ্দিন রনি। আগামী ৩ দিনের মধ্যে তাদেরকে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের কাছে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) সকালে নোয়াখালী জেলার বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।

এর আগে হাতিয়া উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মো. আলমগীর কবিরের বিরুদ্ধে ভূমি দখল, ঘাট বাণিজ্য, অবৈধভাবে অন্যের ব্যাবসা প্রতিষ্ঠান দখলসহ নিরীহ সাধারণ মানুষ থেকে চাঁদা আদায়ের অভিযোগে কয়েকটি জাতীয় এবং স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।

এই বিষয়ে ১৬ সেপ্টেম্বর দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে এ কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। পরে তিনি জেলা বিএনপির নিকট উপস্থিত হয়ে নিঃশর্ত ক্ষমা চান। এবং ভবিষ্যতে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এ ধরনের কোনো কাজে জড়িত না হওয়ার অঙ্গীকার করেন। কিন্তু পুনরায় একই অপরাধে অভিযুক্ত হওয়ায় আবার তাকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হলো।

এ বিষয়ে নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান বলেন, নির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে তাদেরকে প্রাথমিকভাবে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাদের লিখিত জবাব সন্তোশজনক না হলে বহিষ্কারও কর হতে পারে। এ ছাড়া আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ যারা সাধারণ মানুষের আস্থা এবং দলের ভাবমূর্তি নষ্ট করবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।

আরটিভি/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অনির্বাচিত কেউ কি বলল তা নিয়ে বিএনপি ভাবে না: আমির খসরু
বিএনপি লড়াই করেছে বলেই ছাত্ররা ফ্যাসিবাদের পতন ঘটাতে পেরেছে: মির্জা ফখরুল
২৯ ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
কেউ যেন আমাদের মাথায় কাঁঠাল ভাঙতে না পারে: মির্জা ফখরুল