• ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

আখাউড়ায় যুবলীগের ৩ নেতা গ্রেপ্তার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৯ নভেম্বর ২০২৪, ২০:৩৫
ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে তিন যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) বিকেলে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসিম এ তথ্য জানান।

আটককৃতরা হলেন বড় কুড়িপাইকা গ্রামের মৃত আবুল ফয়েজ মিয়ার ছেলে দক্ষিণ ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক হামিদুল ইসলাম ফোরকান, মৃত নুরুল ইসলাম ভুঁইয়ার ছেলে একই ইউনিয়ন যুবলীগের সহসভাপতি এরশাদুল ইসলাম ভুঁইয়া এবং ধরখার ইউনিয়ন ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক ঘোলখার গ্রামের বাবুল ভুইঁয়ার ছেলে মো. তামিম ভুঁইয়া।

এর আগে, শুক্রবার দিনগত রাতে উপজেলার ধরখার ইউনিয়নের ঘোলখার এলাকায় ও দক্ষিণ ইউনিয়নের বড় কুড়িপাইকা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

ওসি আবুল হাসিম জানান, ছাত্র অধিকার পরিষদের করা বিস্ফোরক আইনের মামলায় ওই তিন যুবলীগ নেতাকে আটক করা হয়েছে।

আরটিভি/আরএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বগুড়ায় বিদেশি পিস্তলসহ কৃষকলীগ নেতা গ্রেপ্তার
জুরাইনে পুলিশ-অটোরিকশা চালক সংঘর্ষ, রেললাইন অবরোধ
বিদেশি মদসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার 
পুলিশে আবারও বড় রদবদল