• ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১
logo

কুয়াকাটায় ধরা পড়ল ১৬ কেজির মেদ মাছ, বিক্রি হলো যত

কুয়াকাটা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৯ নভেম্বর ২০২৪, ২১:০৪
ছবি: প্রতিনিধি

পটুয়াখালীর কুয়াকাটায় ১৫ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি মেদ মাছ ধরা পড়েছে। মাছটি ১৪ হাজার ৫৩০ টাকায় বিক্রি হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) বিকালে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে দক্ষিণ মুসুল্লিয়াবাদের জেলে মো. খলিলের জালে মাছটি ধরা পড়ে।

কুয়াকাটা পৌর মাছ বাজারের খান ফিসে মাছটি বিক্রির জন্য নিয়ে আসলে নিলামের মাধ্যমে ফিস ভ্যালীর পক্ষে মো. হাসান ৯০০ টাকা কেজি দরে ১৪ হাজার ৫৩০ টাকায় মাছটি কিনে নেন।

স্থানীয় মাছ ব্যবসায়ী মো. নাসির উদ্দিন বলেন, এত বড় মেদ মাছ সচরাচর দেখা যায় না। অবরোধের পরে এই প্রথম এতো বড় মেদ মাছের দেখা মিলছে।

জেলে খলিল বলেন, আমি সকালে মাছ ধরার জন্য বঙ্গোপসাগরের বয়ার দিকে জাল ফেলে আসি। গিয়ে দেখি জালে অনেক বড় একটা মেদ মাছ আটকা পড়েছে। গত বছরও আমি এমন একটা মাছ পেয়েছিলাম। এবছর এই প্রথম পেলাম।

আড়ৎ ব্যবসায়ী মো. রাসেল বলেন, সচারাচর এমন বড় মাছ দেখা যায় না। তবে মেদ মাছ আরও বড় হয়। বড় মাছের দেখা পেলে জেলেদের ভালো লাগে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এ সাইজের মাছ মূলত গভীর সমুদ্রে থাকে। কিন্তু সমুদ্রের মোহনায় পলি পরার কারণে গভীরতা কমে যাচ্ছে, তাই সমুদ্র মোহনা খনন এবং জালের প্রশস্ততা বাড়ালে এ মাছ বেশি ধরা পড়বে।

আরটিভি/আরএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুয়াকাটায় ১৪ নভেম্বর শুরু হতে যাচ্ছে রাসমেলা
জেলের জালে ১৫ কেজির মেদ মাছ, ১৪ হাজারে বিক্রি
কুয়াকাটায় অবৈধ স্থাপনা উচ্ছেদ 
কুয়াকাটা সৈকতে পর্যটকের ভিড়, গতি ফিরছে ব্যবসা বাণিজ্যে