• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

আওয়ামী লীগ জনগণের ভয়ে দেশ ছেড়ে পালিয়েছে: ডা. জাহিদ

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৯ নভেম্বর ২০২৪, ২১:০৭
ছবি: আরটিভি

বিএনপির স্থায়ী কিমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আওয়ামী লীগ লুণ্ঠনকারী দল। তারা দেশের জনগণকে ভয় পায়। তাই ৫ আগস্ট জনগণের ভয়ে দেশে ছেড়ে পালিয়েছে। পক্ষান্তরে বিএনপি জনগণের দল। শহীদ জিয়াউর রহমানের ইতিহাস বীরের ইতিহাস, মুক্তিযোদ্ধের ইতিহাস। আপনাদের গর্ব করার আছে।

শনিবার (৯ নভেম্বর) দুপুর ১২ টায় দিনাজপুরের হাকিমপুর মহিলা কলেজে উপজেলা বিএনপির কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. এ জেড এম জাহিদ বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর তাকে ষড়যন্ত্র করে গৃহবন্দি করেছিল, পরে তাকে মুক্তি করে ক্ষমাতে বসানো হলো, সেইসঙ্গে তলাবিহীন ঝুড়িতে তলা লাগানো হয়েছিল। এখন সেই ঝুড়িতে যা দেওয়া, হয় ঝুড়ি ভরে যায়। শহীদ জিয়ার আমলেই কৃষিকাজের অনেক উন্নতি হয়ছে। শহীদ জিয়া ষড়যন্ত্রকারীদের হাতে নিহত হওয়ার পরও ১৯৯১ বিএনপির সংখ্যাগড়িষ্ঠ আসনে জয়লাভ করে বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার রহমান কচি, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শিল্পী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপদেষ্টা আকরাম হোসেন মণ্ডল, পৌর বিএনপির সভাপতি ফরিদ খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক সহ অনেকেই।

অনুষ্ঠান সঞ্চালনায় করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রেজা বিপুল।


মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পূর্বাচলে হাসিনা পরিবারের একাধিক প্লট, দুদকের অনুসন্ধান শুরু
সরকার হাসিনা আমলের নথি চাওয়ার পরই সচিবালয়ে আগুন: রিজভী
হাসিনার দালালেরা অপকর্মের ফাইলগুলো পুড়িয়ে দিয়েছে: সারজিস
সচিবালয়ে আগুন, ফেসবুকে যা লিখলেন ইঞ্জিনিয়ার ইশরাক