• ঢাকা বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩১
logo

‘রোববার দেশের প্রতিটি পয়েন্ট ছাত্র-জনতার দখলে থাকবে’

আরটিভি নিউজ

  ০৯ নভেম্বর ২০২৪, ২৩:১০
সংগৃহীত ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসুদ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রোববার ঢাকাসহ দেশের প্রতিটি পয়েন্ট ছাত্র জনতার দখলে থাকবে। গত ৪ আগস্ট যেমন বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি থেকে ছাত্রলীগ-যুবলীগকে প্রতিহত করা হয়েছে। তারা যদি আবার মাঠে নামে তবে এবারের পরিণতি তার থেকেও খারাপ হবে।

শনিবার (৯ নভেম্বর) রাত ৯টায় নোয়াখালীর মাইজদীতে একটি বিক্ষোভ মিছিল শেষে এসব কথা বলেন তিনি।

আবদুল হান্নান মাসুদ বলেন, ফ্যাসিস্ট হাসিনা তার দাদার দেশে পালিয়ে গেছে। দিল্লিতে বসে বসে সে ঢাকাকে উসকে দেওয়ার চেষ্টা করছে। উসকানি দিয়ে ঢাকায় সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনার চেষ্টা করছে। দিল্লিতে বসে বসে বাংলাদেশের মানুষকে অস্থিতিশীল করার যে পাঁয়তারা তা এ দেশের ছাত্র-জনতা মেনে নেবে না। ছাত্র-জনতা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় রাজপথে নামার জন্য প্রস্তুত।

তিনি বলেন, যেখানে সন্ত্রাসীদের দেখা যাবে সেখানেই তাদেরকে প্রতিহত করা হবে। সন্ত্রাসীদের প্রতি কোনো সহানুভূতি নয়। ফ্যাসিবাদের প্রতি কোনো সহানুভূতি নয়। তাদের সমর্থনে যারা সুশীল সেজেছেন তাদের প্রতিও কোনো সহানুভূতি নয়।

গত ১৬ টি বছর ধরে এদেশের ছাত্র জনতার পর যে নিপীড়ন চালানো হয়েছে তার প্রতিটির হিসেব নেওয়া হবে বলে জানান আবদুল হান্নান মাসুদ।

বিক্ষোভ মিছিলে নোয়াখালীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সমন্বয়করা উপস্থিত ছিলেন।

আরটিভি/এসএপি-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামে ছাত্র-জনতার ওপর হামলা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার
ভাসানচর ক্যাম্প থেকে পালিয়ে আসা ২০ রোহিঙ্গা আটক
বই উৎসবের ব্যানারে শেখ হাসিনার ছবি, এলাকায় তোলপাড়
ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ও আহতদের তালিকাভুক্তির সময় বাড়ল