এই সরকার ব্যর্থ হলে দেশে মহাদুর্যোগ নেমে আসবে: ধর্ম উপদেষ্টা
অন্তর্বর্তীকালীন সরকার যদি ব্যর্থ হয় দেশের ওপর মহাদুর্যোগ নেমে আসবে বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় খুলনার শিরোমণি মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে শিরোমণি হাফিজিয়া মাদরাসায় ৬৫তম ওয়াজ মাহফিল এবং দেস্তারবন্দ অনুষ্ঠানের দ্বিতীয় দিনের প্রধান মেহমানের বক্তৃতায় এ কথা বলেন তিনি।
ধর্ম উপদেষ্টা বলেন, ‘মানুষ ১৫ বছর ভোট দিতে পারেনি। ভোট কি জিনিস মানুষ ভুলে গেছে। আমরা সেই ভোটের সংস্কৃতি প্রতিষ্ঠা করবো। যার যার পছন্দের প্রতীককে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাবেন। আপনাদের সহযোগিতা, পরামর্শ চাই। আমাদের ভুল হতে পারে সংশোধন করে দেবেন। আল্লাহ না করুক- অন্তর্বর্তীকালীন সরকার যদি ব্যর্থ হয় দেশের উপর মহাদুর্যোগ নেমে আসবে। সচেতন থাকতে হবে, পাহারাদারি করতে হবে।’
তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নসহ দেশের সর্বাবস্থায় স্বাভাবিক পরিস্থিতি আনার পর একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যদিয়ে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব থেকে বিদায় নেবে। যারাই নির্বাচনের মাধ্যমে বিজয়ী হবে, তাদের হাতে দায়িত্ব দিয়ে বিদায় নেওয়াই এ সরকারের কাজ। আগামী দিনে যারা রাষ্ট্র পরিচালনা করবেন তাদের জন্য পথ সুগম করতে চাই।’
ধর্ম উপদেষ্টা বলেন, ‘বিগত ১৫ বছর ধরে দেশে বিদ্যুৎ উৎপাদন হয়নি। কুই রেন্টাল করে কুইক টাকা খেয়ে ফেলেছে। ভারতের আদানি কোম্পানি ১০ হাজার কোটি টাকা পাবে বাংলাদেশের কাছে। এখন হুমকি দিয়েছে, টাকা দিতে না পারলে বিদ্যুৎ বন্ধ করে দেবে। আমরা আবার বিকল্প চিন্তা করছি, অন্য দেশ থেকে বিদ্যুৎ আনা যায় কিনা। আলহামদুলিল্লাহ আমাদের রিজার্ভ বাড়ছে, অর্থনীতি চাঙ্গা হচ্ছে- তিন মাসের ভেতরে। আরও কিছু মাস গেলে আমরা অর্থনীতির স্থিতিশীলতা রেখে যেতে পারবো।’
হজের প্রসঙ্গ টেনে ধর্ম উপদেষ্টা বলেন, ‘এবার এক লাখ টাকারও বেশি হজের খরচ কমিয়েছে সরকার। এছাড়া হজযাত্রীদের সরাসরি ফ্লাইটসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। জাহাজেও যাতে হজে যাওয়ার সুযোগ সৃষ্টি হয় সে চেষ্টাও করছে বর্তমান সরকার।’
এ সময় উপদেষ্টা শিরোমণি হাফেজিয়া মাদরাসার উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।
সাবেক এমপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের সভাপতি মাওলানা ক্বারী আব্দুল হক ও খুলনার দারুল কুরআন সিদ্দিকিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মনিরুজ্জামান।
আরটিভি/এমকে
মন্তব্য করুন