• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

কুমিল্লায় ‘ভুল চিকিৎসায়’ প্রসূতির মৃত্যুর অভিযোগ

আরটিভি নিউজ

  ১০ নভেম্বর ২০২৪, ০৪:০৮
কুমিল্লায় ‘ভুল চিকিৎসায়’ প্রসূতির মৃত্যুর অভিযোগ
ছবি : সংগৃহীত

কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকার এইচ আর হাসপাতালে ডাক্তার নিঝুমের ভুল চিকিৎসায় ইসরাত জাহান এরিন (২০) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার দিবাগত রাতে ওই প্রসূতির মৃত্যু হয়। তবে এরিন মারা গেলেও নবজাতকটি সুস্থ রয়েছে।

শনিবার (৯ নভেম্বর) অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি মহিনুল ইসলাম।

নিহত এরিন কুমিল্লা আদর্শ সদরের আমড়াতলী ইউনিয়নের শিবপুর এলাকার মোবারক হোসাইনের মেয়ে। বছর খানেক আগে এরিনের পারিবারিকভাবে পার্শ্ববর্তী ইসমিত পাশা দিদারের সঙ্গে বিয়ে হয়। এটি তার প্রথম সন্তান ছিল।

এরিনের মামা হাসনাত বলেন, ‘এইচ আর হাসপাতালে গত বৃহস্পতিবার রাতে ডা. নিঝুম আমার ভাগনির অপারেশন করেন। ওইদিন অস্ত্রপচার হলেও শুক্রবার দুপুরে এরিনের অবস্থার অবনতি হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক এরিনের পালস খুঁজে না ফেলে তাকে আইসিউতে নেওয়ার পরামর্শ দেন। ততক্ষণে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুর কোলে ঢলে পড়ে এরিন।’

এ বিষয়ে প্রসূতি এরিনের বাবা মোবারক হোসাইন বলেন, ‘তারা আমার মেয়ের নাড়ি কেটে ফেলেছে। আমাকে মিথ্যা আশ্বাস দিয়ে সময় পার করেছে। তাদের ভুল চিকিৎসায় আমার মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনার বিচার দাবি করছি আমি।’

কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনা শোনামাত্রই সেখানে পুলিশ পাঠিয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। অভিযোগ পেলে পরবর্তীকালে ব্যবস্থা নেওয়া হবে।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় গ্রেপ্তার ৫
মুক্তিযোদ্ধাকে হেনস্তার প্রতিবাদে কুমিল্লায় বিএনপির বিক্ষোভ
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
কুমিল্লা থেকে অপহৃত ছেলেশিশু জামালপুরে উদ্ধার